Advertisement
Advertisement
Primary education Board

‘এখন ভাল কাজ করছে, জট কাটতে সময় লাগবে’, পর্ষদের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

নয়া পর্ষদ সভাপতি ও সম্পাদকের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি।

Justice Abhijit Gangopadhyay praises Primary education Board | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 31, 2022 6:57 pm
  • Updated:October 31, 2022 6:57 pm  

রাহুল রায়: নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) তোপের মুখে পড়েছেন পর্ষদের সভাপতি-সহ একাধিক আধিকারিক। কিন্তু এবার নয়া পর্ষদ সভাপতি ও সম্পাদকের প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই বিচারপতিই। দিলেন দরাজ সার্টিফিকেটও।

সোমবার টেটের (Primary TET) প্রশ্ন ভুল মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, “প্রাথমিক শিক্ষা পর্ষদ ভাল কাজ করছে। একটু সময় লাগবে।” তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদ ভাল কাজ করছে। এখন পর্ষদ সভাপতি ও সম্পাদক ভাল কাজ করছেন। একটু সময় লাগবে। আমার বিশ্বাস, একদিন প্রাথমিক পর্ষদ সুনাম অর্জন করবে। শুধু জট কাটতে সময় দিতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! নাটকে ভগৎ সিংয়ের ফাঁসির মহড়া, গলায় ফাঁস লেগে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের]

প্রাথমিক পর্ষদ আর কোনও ভুল হতে দিতে রাজি নয়। পর্ষদ স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি মেনেই কাজ করবে বলে দায়িত্ব নেওয়ার পরই জানিয়ে দিয়েছিলেন নয়া সভাপতি গৌতম পাল। বর্তমানে তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। এদিন আদালতেও সে বিষয়টি তুলে ধরা হয়। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) পর্ষদের আইনজীবী সৈকত বন্দোপাধ্যায় জানান, ইতিমধ্যে প্রাথমিক পর্ষদে একজন ল অফিসার নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে পর্ষদের গ্রিভেন্স সেলে বিভিন্ন বিষয়ে ১০ হাজার আবেদন নিয়ে জমা পড়েছে। ল অফিসার নিয়োগ সম্পন্ন হলে আবেদনগুলি বিচার করে সিদ্ধান্ত নেবে পর্ষদ। প্রতিদিন বহু অভিযোগ নিয়ে মানুষ আসছে। প্রত্যেকের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে।

পর্ষদের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, “ভাল হলেই ভাল। আমিও আশা করছি, এখন যারা এসেছেন তার ভালো কাজ করবেন।” সবমিলিয়ে এদিন পর্ষদের ভূমিকায় সন্তুষ্ট বিচারপতি। তবে অন্য একটি মামলায় এই পর্ষদকেই তুলোধোনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘তৃণমূলই বিচারপতিদের সম্মান করে না’, মমতাকে পালটা খোঁচা কেন্দ্রীয় আইনমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement