ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেওয়া একাধিক রায় জনমানসে আলোড়ন ফেলেছে। দুর্নীতির বিরুদ্ধে তাঁর ‘লড়াই’ চাকরিপ্রার্থীদের মধ্যে তাঁকে রীতিমতো জনপ্রিয় করে তুলেছে। আবার তাঁর কথাবার্তা, বিভিন্ন রায়ে বামপন্থী ছাপ রয়েছে বলেও অভিযোগ ওঠে। এবার সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘বামপন্থী’ স্লোগান।
মঙ্গলবার নিয়োগ দুর্নীতির এক মামলায় তাৎপর্যপূর্ণভাবে ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘বিপ্লব দীর্ঘজীবী হবেই’। যদিও এই বিপ্লব দীর্ঘজীবী হবেই স্লোগানকে স্রেফ বামপন্থী স্লোগান বলাটা হয়তো সমীচীন নয়। তবু বিচারপতির মুখে এই স্লোগানের আলাদা গুরুত্ব আছে। কারণ রাজ্যের শাসকদলের নেতারা তাঁকে ‘বামপন্থী’ বলে বারবার অভিযোগ করেন।
মঙ্গলবার এজলাসে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলাবর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘আর তো ক’টা দিন আছি। তার পর চলে যেতে হবে। যাওয়ার আগে কিছু করে যাব।’’ তাঁর এই মন্তব্য শুনে এজলাসে উপস্থিত এক আইনজীবী বলেন, “বিপ্লব দীর্ঘজীবী হোক।” সেই মন্তব্যের জবাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “বিপ্লব দীর্ঘজীবী হতে হবেই।”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তাঁর একাধিক রায় রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। শাসকদলের একাধিক নেতা এখন জেলে। আগামী বছর আগস্টে তাঁর অবসর নেওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.