ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্য়ায়।
সরোজ দরবার: এ যেন এলেন, দেখলেন, জয় করলেন! দিনের বেলাতেই যিনি কড়া গলায় ধমক দিয়ে সুবিচারের কথা শোনান, সন্ধেবেলা তাঁকেই দেখা যায় সম্পূর্ণ অন্যরূপে। বৃহস্পতিবার কলকাতা বইমেলায় (Kolkata Bookfair) রীতিমত তারকার ভঙ্গিতে ঢুকলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখামাত্রই চারপাশে ভিড় জমে গেল জনতার। তাঁকে নিরাপত্তারক্ষীরা আগলে নিয়ে যান। বইমেলায় একাধিক স্টল ঘুরে দেখেন তিনি। বইও কেনেন বিস্তর। নিজের স্মৃতিকথা লেখার ইচ্ছে রয়েছে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সেখানে থাকবে দুর্নীতি বিষয়ে তাঁর নিজস্ব আইনি অভিজ্ঞতার কথাও।
বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ বইমেলায় পা রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখে ছুটে আসেন অগুনতি মানুষ। সকলের নজর তখন ‘মানুষের ভগবানে’র দিকে। ছেলেমেয়েরা ঘিরে ধরে সেলফি (Selfie) তোলার আবদার করতে থাকেন। তারপর তাঁকে নিরাপত্তা রক্ষীরা ভিড় থেকে বের করে নিয়ে যান। ‘অনুষ্টুপ’, ‘সাহিত্য অ্যাকাডেমি’র স্টলে যান তিনি। ঘুরে দেখেন বইগুলি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বইমেলা নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন।
বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে উল্লেখ করে তাঁর মন্তব্য, ”ছোটবেলা থেকেই আসি। বন্ধুদের সঙ্গে আসতাম আগে। বইমেলা না এলে মনে হয়, কী একটা হল না। খুব ভাল ভাল বাংলা বই প্রকাশিত হচ্ছে। ছোটদের এসব কিনে দেওয়া উচিত। আজকালকার ছেলেমেয়েরা বাংলা বিমুখ। তাদের উচিত, এসব বই পড়া। আমিও পড়ি। আনন্দ পাই, মজা পাই।” এরপর একটু গুরুগম্ভীর প্রসঙ্গ উঠে আসে। বিচার, সংবিধান নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। বিশেষত সম্প্রতি যে মামলা কলকাতা হাই কোর্টে (Calcutta HC) তাঁর এজলাসে বিচারাধীন, সেই এসএসসি দুর্নীতি মামলা। তাতে তাঁর উত্তর – ”ভারতের সংবিধানই ভগবান, আইন ভগবান। আর কেউ নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.