ক্ষীরোদ ভট্টাচার্য: দাবিপূরণ হয়নি অনেকাংশে। সেই কথা মনে করিয়ে ফের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল জুনিয়র ডাক্তাররা। সেখানে মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচার’ মুছে ফেলা থেকে ছাত্র ভোট-সহ ৭ দফা দাবির কথা জানিয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে WBJDF।
গত ১৯ সেপ্টেম্বর মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। সেই সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠালেন তাঁরা।
কী কী দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা?
থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয়স্তরে কমিটি গঠন করতে হবে।
প্রতিটি মেডিক্যাল কলেজের স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করতে হবে।
সব মেডিক্যাল কলেজে ২ মাসের মধ্যে ছাত্রভোট করিয়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করতে হবে।
থ্রেট কালচারে মদতদাতা এবং স্বাস্থ্য প্রশাসনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করতে হবে।
৭ দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে।
স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের স্বচ্ছ পদ্ধতিতে বদলি করতে হবে।
এর পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব ডাক্তারা।
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে ইতিমধ্যেই হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আর জি কর-সহ অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে সিসিটিভি লাগানো, প্যানিক বাটন ইনস্টল করার কাজ চলছে। রাতে মহিলা চিকিৎসকদের সুরক্ষাও জোরদার করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.