Advertisement
Advertisement

Breaking News

Junior doctors

‘নবান্ন থেকে ইমেল আসেনি, ভাষাও অপমানজনক’, ডাক ফিরিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের

বৈঠকের ডাক এসেছিল নবান্ন থেকে। অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Junior doctors oppose language of email sent from Nabanna
Published by: Paramita Paul
  • Posted:September 10, 2024 8:15 pm
  • Updated:September 10, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈঠকের ডাক এসেছিল নবান্ন থেকে। অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ডাক ফেরালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সাফ জানালেন, বৈঠকে আপত্তি নেই। কিন্তু ইমেলের ভাষা ‘অপমানজনক’। নবান্ন থেকে কোনও ইমেল আসেনি বলেও দাবি করলেন স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। 

মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা। পাঁচদফা দাবির পাশাপাশি স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ দাবি করেছেন। এর মাঝেই ইমেল করে জুনিয়র ডাক্তারদের ১০ প্রতিনিধিকে নবান্নে ডাকা হয়। কিন্তু তাতে সাড়া দেননি আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে তাঁদের বক্তব্য, “স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবি করেছি আমরা। আশ্চর্যজনকভাবে সেই স্বাস্থ্যসচিবের ইমেল আইডি থেকেই আমাদের ইমেল করা হল। সেই ইমেলের ভাষাও সদার্থক নয়। বলা হয়েছিল, আমরা চাইলে ‘এ স্মল ডেলিগেশন টিম’ যেতে পারি। ১০ জনের বেশি নয়। এই ইমেলের বার্তাকে আমরা সদার্থক হিসেবে দেখছি না।” 

Advertisement

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, “আমরা আলোচনার পথ সবসময় খোলা রাখছি। কিন্তু যেভাবে, যে ভাষায় একটি মেল এল এবং স্বাস্থ্যসচিবের ইমেল থেকে মেল আসা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। এই মেলের সাড়া দেওয়ার জায়গায় আমরা নেই।” একইসঙ্গে তাঁদের তরফে  জানানো হয়েছে, “বৈঠকের জন্য যে ইমেল এসেছে তা নবান্ন থেকে আসেনি। স্বাস্থ্যসচিবের ইমেল থেকে মেল এসেছে।” পরিশেষে জানানো হয়েছে, “বৈঠকে বসার সদিচ্ছা থাকলে আরও নমনীয়ভাবে আমাদের ডেকে পাঠাতে পারতেন। আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু আন্দোলনের ৩২ দিন পর, এইভাবে অপমানজনকভাবে ডাকা, আন্দোলনের স্পিরিটকে নষ্ট করছে। বার বার বলছি, আলোচনার পথ খোলা, এই মেইল অপমানজনক, এর সাড়া দিচ্ছি না। অবস্থানে আছি। প্রপার মেইল আসুক, তার পর ভাবব।” একই সঙ্গে আন্দোলনকারীরা বলেছেন, “ইমেলে লেখা হয়েছে, রেসপেক্টেড স্যার। মনে রাখবেন, এই আন্দোলনে শুধু স্যারের নেই, ম্যাডামেরাও রয়েছেন।’’

আন্দোলনকারীদের এহেন বার্তার পালটা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “ইমেল যেখান থেকেই করা হোক না কেন, আসতে বলা হয়েছিল নবান্নে।”

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement