Advertisement
Advertisement
RG Kar hospital

‘ধর্ষকদের যারা মালা পরিয়েছেন’, বিজেপিকে তুলোধোনা জুনিয়র ডাক্তারদের

আন্দোলনরত ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, হাথরাস-কাঠুয়া-উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তারা যদি এই প্রতিবাদ কর্মসূচিকে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় তাহলে জনতা বাধা দেবে।

Junior doctors of RG Kar hospital slams BJP

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 25, 2024 9:31 pm
  • Updated:September 25, 2024 11:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে তুলোধোনা করলেন আর জি করের জুনিয়র ডাক্তাররা। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য চিকিৎসক আন্দোলনের অপব্যবহার হচ্ছে বলে তাঁদের দাবি। তবে আন্দোলনরত ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, হাথরাস-কাঠুয়া-উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তারা যদি এই প্রতিবাদ কর্মসূচিকে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় তাহলে জনতা বাধা দেবে। সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা জানান, আগামী ২৭ সেপ্টম্বর গণকনভেশনের স্থান পরিবর্তন করা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামের পরিবর্তে এই গণকনভেশন হবে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে।   

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন তাঁরা। প্রথমেই জানান, “”জাস্টিস ফর আর জি কর” আজ শুধু আর জি কর মেডিকাল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এ’আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণ-নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে।” বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষের তিল তিল অবদান ছাড়া এই আন্দোলন এগোতে পারত না বলেই মনে করছেন আন্দোলনরত চিকিৎসকরা। সুপ্রিম কোর্টে যেন আর জি কর মামলার দ্রুত নিষ্পত্তি হয়, সেই দাবিও তুলেছেন। 

Advertisement

সাংবাদিক সম্মেলন থেকেই বিজেপিকে তুলোধোনা করেছেন জুনিয়র ডাক্তাররা। দিনকয়েক আগে চিকিৎসকদের আন্দোলনকে ‘স্বার্থসিদ্ধির চেষ্টা’ বলে তীব্র আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ-অশোক দিন্দার মতো বিজেপি নেতারা। এদিন সেই অভিযোগের পালটা দিতে গিয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, “বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরাস-কাঠুয়া-উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেবোনা, জনগণ দেবেনা।” এই আন্দোলন বিভাজনকামী যে কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামিতেও করবে বলে সাফ জানিয়ে দেন চিকিৎসকরা। সঙ্গে জানান, আগামী ২৭ সেপ্টেম্বর গণ কনভেশন হবে এসএসকেএম অডিটোরিয়ামে। আগে এই কনভেনশন হওয়ার কথা ছিল ধনধান্য অডিটোরিয়ামে। চিকিৎসকরা জানান, ধনধান্য অডিটোরিয়ামে গণ কনভেনশনের অনুমতি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু পরে কোনও অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায়। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement