Advertisement
Advertisement

Breaking News

Junior Doctors

ছাত্র সংসদ নির্বাচন চেয়ে রাজ্যকে ইমেল! স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতেও অনড় জুনিয়র ডাক্তাররা

রাজ্য় সরকার দাবি মানলেও কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

Junior Doctors demand student union election in every medical college
Published by: Paramita Paul
  • Posted:September 18, 2024 10:33 am
  • Updated:September 18, 2024 12:14 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত। এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতিও। কাজে ফিরতে চেয়ে এবার আরও কয়েক দফা জুড়লেন আন্দোলনকারীরা। বরং আরও এক দফা আলোচনা চাইছেন তাঁরা। সূত্রের দাবি, আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তাররা আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্য সরকারের ফের ইমেল করলেন। দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন।

আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি। চতুর্থ ও পঞ্চম দফা দাবি মানা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রতি কলেজে দ্রুত ছাত্র নির্বাচন করে ছাত্র সংসদ গঠনের দাবিও তুলেছেন। সরব হয়েছেন প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন, জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনকে মান্যতা দেওয়ার দাবিতেও। এ নিয়ে ইতিমধ্যে রাজ্যকে একটি ইমেলও করেছেন। এবার রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার। উল্লেখ্য, এই দাবি গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি।

Advertisement

 

দীর্ঘ টানাপোড়েনের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রায় সব দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। অথচ তার পরও কাজে ফিরতে নারাজ তাঁরা। মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আরও আলোচনা চান তাঁরা। যতদিন না সেই আলোচনা হচ্ছে অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, আর কবে কাজে ফিরবেন ডাক্তাররা! হাসপাতালের স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে মানুষের মনে বাড়ছে ক্ষোভ। দাবি উঠছে কর্মবিরতি প্রত্যাহার করে এবার হাসপাতালে ফিরুন জুনিয়র চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement