ক্ষীরোদ ভট্টাচার্য: আন্দোলনের মাঝেই রোগীদের পরিষেবা দিতে টেলিমেডিসিন চালু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। মিলেছে ভালো সাড়াও। আরও এক ধাপ এগিয়ে আজ, রবিবার শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ী ক্যাম্প করে রোগী দেখবেন তাঁরা। কখন, কোথায় হবে এই ক্যাম্প?
আজ কলকাতার মেডিক্যাল কলেজ, আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা অস্থায়ী ক্যাম্প করবেন। নাম দেওয়া হয়েছে,’অভয়া ক্লিনিক’। কুমোরটুলি, এসপ্ল্যানেড ক্রসিং, রানুছায়া মঞ্চ, ন্যাশনাল মেডিক্যালের ২ নম্বর গেট, এন আর এস মেডিক্যালের ১ নম্বর গেটে হবে এই ক্যাম্প। কেপিসি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা রোগী দেখবেন ৮বি বাস স্ট্যান্ডে। ই এস আই হাসপাতাল থেকে বেহালায় ক্যাম্প করে রোগী দেখা হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে রোগী দেখা। প্রেসকিপশনেও থাকবে প্রতিবাদ। লেখা হবে, ‘আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই’।
জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে বলা হয়েছে, ক্যাম্পে রক্তচাপ মাপা হবে, করা হবে এক্স রে, নিখরচায় ওষুধও দেওয়া হবে। ফি রবিবার এই ক্যাম্প চলবে বলে জানিয়েছেন তাঁরা। এই মেডিক্যাল ক্যাম্পের ফলে শহরের সাধারণ রোগীদের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছে চিকিৎসক মহল।
উল্লেখ্য, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে কার্যত অচল সরকারি হাসপাতালগুলির আউটডোর পরিষেবা। ভোগান্তির শিকার সাধারণ রোগীরা। তাঁদের সমস্যার সমাধান করতেই শহরজুড়ে সাপ্তাহিক মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করলেন চিকিৎসকেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.