Advertisement
Advertisement

Breaking News

NRS

মধ্যরাতে NRS হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শ্লীলতাহানি, বেধড়ক মার! গ্রেপ্তার ৩

তদন্তে এন্টালি থানার পুলিশ।

Junior doctor of Nil Ratan Sarkar medical college allegedly beaten by labours | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 22, 2023 12:16 pm
  • Updated:November 22, 2023 12:39 pm  

নিরুফা খাতুন: মধ্যরাতে নির্মাণ শ্রমিকদের হাতে আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকরা। মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নীলরতন সরকার হাসপাতালে। রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণের কাজ চলছে। স্বাভাবিকভাবেই শ্রমিকরা রয়েছেন সেখানে। মঙ্গলবার রাতে কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে গিয়েছিলেন। সেখানে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ই নাকি কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। অভিযোগ, সেই সময়ই শ্রমিকরা জুনিয়র ডাক্তারদের মারধর করে বলে অভিযোগ। শ্লীলতাহানিও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: ফেরা হল না বাড়ি, পেটের তাগিয়ে ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদহের দুই শ্রমিকের]

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। গ্রেপ্তার করা ৩ নির্মাণ শ্রমিককে। আজ অর্থাৎ বুধবার তাদের তোলা হবে আদালতে। এনআরএস হাসপাতালে নিয়মিত দূরদূরান্তের বহু রোগী আসেন। সঙ্গে পরিবারের সদস্যরা থাকেন। যাদের অনেকেই হাসপাতালে থেকে যান। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তাঁরাও।

[আরও পড়ুন: শাড়ি, গয়নায় সেজে পুরুষের জগদ্ধাত্রী বন্দনা! বাংলার কোথায় ব্যতিক্রমী রীতি পালন করা হয়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement