সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিতভাবেই ২১ জুলাইয়ের সভা থেকে দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই বাংলা থেকে ৪২ আসনের বিয়াল্লিশটিই দখল অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের শুরু থেকেই একের পর এক ইস্যুতে বিজেপির বিরুদ্ধ সুর চড়ান তৃণমূলনেত্রী। সেই সঙ্গে জানিয়ে দিলেন ১৯ জানুয়ারি ব্রিগেডের জনসভা থেকে ১৯’এর ভোটে দিল্লি দখল করবে তৃণমূল কংগ্রেস। মমতার দাবি, আগামী ২১ জুলাই ভারত জয় করার ২১ হবে।
কদিন আগেই রাজ্যে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন রাজ্যে অন্তত ২২টি লোকসভা আসন পাবে বিজেপি। রাজ্য নেতাদের জন্য ৫০ শতাংশ আসন জয়ের লক্ষ্যমাত্র বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। ২১-এর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা ১০০ শতাংশ আসনই দখল করতে হবে। শহিদ দিবসের বক্তব্যের শুরুতেই তৃণমূলনেত্রী অঙ্গীকার করলেন, “আমাদের ২১-এর অঙ্গিকার, ২০১৯-এর ৪২ আসনের ৪২ আসন দখল করা।” আপাতত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসন রয়েছে তৃণমূলের দখলে। চারজন সাংসদ রয়েছে কংগ্রেসের, ২ জন করে সাংসদ রয়েছে সিপিএম এবং বিজেপির। কিন্তু লোকসভা ভোটের পর থেকে যেভাবে বিরোধী শিবিরে ভাঙন ধরা শুরু হয়েছে তাতে তৃণমূলনেত্রীর আশাবাদী হওয়াটাই স্বাভাবিক বলে মত রাজনৈতিক মহলের।
শুধু রাজ্যের ৪২ আসন নয়, তৃণমূল নেত্রীর লক্ষ্য যেনতেন প্রকারেণ দিল্লি থেকে বিজেপিকে উৎখাত। সেই লক্ষ্য ১৯ জানুয়ারি ব্রিগেডে বিজেপি বিরোধী সমাবেশের ডাক দিলেন তৃণমূলনেত্রী। সেই মঞ্চে হাজির থাকবেন দেশের সব বিরোধী দলের নেতারা। উপস্থিত থাকবেন ফেডারেল ফ্রন্টের শীর্ষ নেতারা। তৃণমূলনেত্রীর ঘোষণা, “গোটা দেশের সব বিরোধী নেতাদের একমঞ্চে হাজির করব, বাংলা আগামিদিনে ভারতকে পথ দেখাবে।” তবে, ২১ এর সভা থেকে ফেডারেল ফ্রন্টের ডাক দিলেও তৃণমূলনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন বাংলায় তিনি একাই লড়বেন। এরাজ্যে বিজেপিকে পরোক্ষে মদত দেওয়ার জন্য কংগ্রেস-সিপিএম নেতৃত্বকে তোপও দাগেন তৃণমূলনেত্রী। ২১-এর মঞ্চ থেকেই তৃণমূলনেত্রীর ঘোষণা আগামী লোকসভা নির্বাচনে টেনেটুনেও ১৬০টির বেশি আসন কোনওভাবেই পাবে না। বিভিন্ন রাজ্য ধরে ১৯-এর ভোটের অঙ্কও কষে ফেলেছেন তৃণমূলনেত্রী। মমতা আশাবাদী তাঁর অঙ্ক মতোই আগামী লোকসভায় দিল্লিতে ক্ষমতা দখল করবে বিরোধী জোট, আর আগামী বছর ২১ জুলাই হবে ভারত জয় করার ২১ জুলাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.