Advertisement
Advertisement

Breaking News

Holi 2025

ক্যাম্পাস যেন দ্রোহের ক্যানভাস! দোলের সকালে আবিরেই প্রতিবাদ যাদবপুরের আন্দোলনকারীদের

কোথাও লেখা ‘ছাত্র সংসদ নির্বাচন চাই’। কোথাও আবার লেখা, ‘পুলিশি হস্তক্ষেপ মানছি না।’

JU students protest using colours on holi
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 14, 2025 10:58 am
  • Updated:March 14, 2025 11:00 am  

রমেন দাস: ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিদিনই অশান্তি, স্লোগান, পালটা স্লোগানের খবর প্রকাশ্যে আসছে। এসবের মাঝে দোলের সকালে এক অন্য ছবি দেখা গেল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে। আবিরে সেজে উঠেছে ক্যাম্পাস। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের কাছে আবিরই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? ওয়ার্ল্ড ভিউ থেকে বাংলা বিভাগের সিঁড়ি, বিশ্ববিদ্যালয়ের একাধিক করিডোরে আবিরে ফুটে উঠেছে স্লোগান। কোথাও লেখা ‘ছাত্র সংসদ নির্বাচন চাই’। কোথাও আবার লেখা, ‘পুলিশি হস্তক্ষেপ মানছি না।’ বিশ্ববিদ্যালয়ের কোনও বারান্দায় লাল আবিরে ফুটে উঠেছে ইন্দ্রানুজ রায়ের প্রসঙ্গও। সব মিলিয়ে অন্যরকম দোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

প্রসঙ্গত, বসন্ত উৎসব উপলক্ষে প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন পড়ুয়ারা। এবছর সেইভাবে কোনও অনুষ্ঠান আয়োজিত হয়নি। নিজেদের মধ্যেও দোল খেলেছেন খুব কম পড়ুয়া। আন্দোলন, অশান্তির আবহে খানিকটা ভাটা পড়েছে পলাশ উৎসবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিচ্ছিন্নতাবাদী স্লোগান লেখার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ আউটপোস্ট করার অনুমতি চাওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে, পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অশান্তি ছড়ানোর। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে প্রত্যেকেরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub