Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল, ধৃত দুই জামাত জঙ্গি

কলকাতা পুলিশের এসটিএফের বিশাল সাফল্য৷

Joint team of UP, Bengal police nabs 2 terrorists in Delh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 6:09 pm
  • Updated:July 24, 2018 6:09 pm  

অর্ণব আইচ: স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে বড়সড় হামলার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি৷ এই সংক্রান্ত তথ্য আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে৷ অ্যালার্ট করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে৷ জানা গিয়েছে, সেই তথ্যসূত্র ধরেই যৌথ অভিযানে দুই জামাত জঙ্গিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশ পুলিশের এটিএস৷ গ্রেটার নয়ডার সুরাজপুর থেকে তাদের পাকড়াও করা হয়েছে৷ সূত্রের খবর, তাদের জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা এবং তারা নিজেদের জামাত যোগের কথা স্বীকার করে নিয়েছে৷

[স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার দম্পতি]

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রথম জঙ্গির নাম, মুশারফ হোসেন (মুশা) ওরফে নজরুল ইসলাম ওরফে রেজাউল করিম৷ দ্বিতীয়জনের নাম রুবেল আহমেদ ওরফে মণিরুল ইসলাম৷ এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রংপুরে৷ গতমাসেই এরা বাংলাদেশ থেকে চোরাপথে এরাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে৷ এরপর সোজা চলে যায় উত্তরপ্রদেশে৷ গা ঢাকা দেয় সেখানকার সুরাজপুরে৷ জানা গিয়েছে, গোপন সূত্র মারফত সেই খবর প্রথমে পেয়েছিলেন এই রাজ্যের গোয়েন্দারা৷ তাঁরাই খবরটি পৌঁছে দেন উত্তরপ্রদেশের গোয়েন্দাদের৷ এরপরেই, মঙ্গলবার যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশে পুলিশের এটিএস৷ পুলিশ জানিয়েছে, এরা দুজনেই জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য৷

[কেমন ছিল মোদির ছেলেবেলা, এবার পর্দায় ফুটে উঠবে সেই কাহিনি]

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে নাশকতার বড়সড় ছক কষছে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী৷ এই বিষয়ে আগেই দিল্লি-সহ আরও বেশ কয়েকটি রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছিল প্রশাসন৷ জইশ-ই-মহম্মদের তিন জঙ্গির থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে গোয়েন্দারা সতর্ক করেছিল বিভিন্ন রাজ্য সরকারকেও৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি-সহ কয়েকটি রাজ্যকে টার্গেট করেছে বিভিন্ন পাক ও বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি। এমনকি কাশ্মীরেও হামলার ছক রয়েছে তাদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement