Advertisement
Advertisement

জয়েন্টের মেধা তালিকায় কলকাতার জয়জয়কার

রবিবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল। এদিন বেলা দু'টো নাগাদ সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত। এবার জয়েন্টের রেজাল্টে মূলত কলকাতার ছাত্র-ছাত্রীদেরই জয়জয়কার। পরীক্ষায় প্রথম হয়েছেন যশবর্ধন দিদওয়ানিয়া। যশ রাজারহাট দিল্লি পাবলিক স্কুলের ছাত্র।

Joint entrance result out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 3:54 pm
  • Updated:June 5, 2016 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল। এদিন বেলা দু’টো নাগাদ সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত। এবার জয়েন্টের রেজাল্টে মূলত কলকাতার ছাত্র-ছাত্রীদেরই জয়জয়কার। পরীক্ষায় প্রথম হয়েছেন যশবর্ধন দিদওয়ানিয়া। যশ রাজারহাট দিল্লি পাবলিক স্কুলের ছাত্র।
সাংবাদিক বৈঠকে প্রথম ১০ জনের মেধা তালিকা ঘোষণা করা হয়। জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং-এর সেই মেধা তালিকাটি রইল এই প্রতিবেদনে।
প্রথম – যশবর্ধন দিদওয়ানিয়া (দিল্লি পাবলিক স্কুল)
দ্বিতীয় – অভিষেক দত্ত (কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল)
তৃতীয় – অর্পণ কোঙার (বিধানচন্দ্র ইনস্টিটিউশন)
চতুর্থ – সৌণক নাথ (হেম শীলা মডেল স্কুল)
পঞ্চম – সমন্বয় সাধু (হেম শীলা মডেল স্কুল)
ষষ্ঠ – তমোঘ্ন ঘোষ (সাউথ পয়েন্ট হাই স্কুল)
সপ্তম – সুজয় ঘোষ (ডিএভি পাবলিক স্কুল, ধনবাদ)
অষ্টম – অর্কদেব সেনগুপ্ত (ডন বস্কো)
নবম – আকাশ মণ্ডল (ক্যালকাটা বয়েজ স্কুল)
দশম – ঐশিক পাঁজা (সাউথ পয়েন্ট হাই স্কুল)

মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পিয়ালি মান্না| মেধা তালিকায় তাঁর নাম রয়েছে ৯১ নম্বরে।
আজ বিকেল ৪ টের সময় থেকে ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে সরাসরি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement