Advertisement
Advertisement
Joint Entrance

রাজ্য জয়েন্টের ফি-তে তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ ছাড়, জানুন আবেদনের দিনক্ষণ

ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Joint Entrance Exam Board reduced registration fee for transgender | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 27, 2023 10:53 am
  • Updated:December 27, 2023 11:19 am

স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তাঁদের জন্য চালু করল আবেদন ফি-তে বিশেষ ছাড়। ২০২৪ সালের রাজ্য জয়েন্ট থেকেই চালু হয়ে যাবে ছাত্রীদের জন্য এই ছাড়ের ব্যবস্থা। একইসঙ্গে আবেদন ফি-তে বিশেষ ছাড়ের আওতায় আনা হয়েছে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদেরও। মঙ্গলবার এক্স হ‌্যান্ডেলে রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু জানান, কন‌্যাসন্তানদের পড়াশুনোয় উৎসাহ দেওয়ার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের আদর্শকে সামনে রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৪ এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে ২৮ ডিসেম্বর থেকে। এ বছর অসংরক্ষিত, সংরক্ষিত শ্রেণির মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফিজ কমিয়ে দেওয়া হচ্ছে।”

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহার কথায়, “আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিচার করছি না। তবে, জয়েন্টে ছাত্রীদের তুলনায় ছাত্রদের অংশগ্রহণের সংখ্যা অনেক বেশি। আমাদের মনে হয়েছে ছাত্রীদেরও উদ্বুদ্ধ করা উচিত, যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পড়তে আরও এগিয়ে আসে।” বক্তব্যে তাঁর আরও সংযোজন, “যারা তৃতীয় লিঙ্গে, তাঁদেরও আমরা উদ্বুদ্ধ করতে চাইছি। এখন স্নাতক, স্নাতকোত্তর স্তরে তাঁদের অনেক বেশি দেখতে পাচ্ছি। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ে তাঁরা কেন পিছিয়ে থাকবে। তাঁদেরও উৎসাহিত করার জন্য এটা করেছি।”

Advertisement

[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]

২০২৩ সালের রাজ্য জয়েন্টের পরিসংখ্যানেই বোঝা যায়, অংশগ্রহণ ও সফলতার বিচারে ছাত্রীরা পিছিয়ে রয়েছেন। পরীক্ষায় সফল হয়েছিলেন ৯৬ হাজার ৯১৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ৭০ হাজার ৩৪১ জন (৭২.৫৮ শতাংশ)। ২৬ হাজার ৫৭১ জন ছাত্রী (প্রায় ২৭.৫ শতাংশ)। তাই ২০২৪ সালের রাজ্য জয়েন্টের আবেদন ফি কাঠামোয় এবার ছাত্রীদের জন্য বদল এনেছে রাজ্য জয়েন্ট বোর্ড। যা অনুযায়ী, এবারও জেনারেল ক্যাটাগরির ছাত্রদের গুনতে হবে ৫০০ টাকাই। ছাত্রীদের জন্য ১০০ টাকা ছাড় দিয়ে ৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে। ছাত্রছাত্রী নির্বিশেষে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২০২৩ সালের জয়েন্টের আবেদন ফি ছিল ৫০০ টাকা। 

এদিকে ধীরে ধীরে পঠনপাঠনের স্তরগুলিতে দেখা যাচ্ছে তৃতীয় লিঙ্গের উপস্থিতি। যেমন, ২০২৩ সালেই রাজ্য জয়েন্টে অংশগ্রহণ করেছিলেন ভিনরাজ্যের এক রূপান্তরকামী পড়ুয়া। তিনি সফলও হন। আবার ২০২৩-এর উচ্চমাধ্যমিকে তো মেধাতালিকায় জায়গা করে নিয়েছিলেন স্মরণ্যা (স্মরণ্য ঘোষ)। এই প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ারিংয়েও তাঁদের উপস্থিতি বাড়াতে বিশেষ ছাড়ের আওতায় আনা হয়েছে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের। কাঠামো অনুযায়ী, তাঁদের জন্য আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। একইভাবে, এসসি, এসটি, ওবিসি-এ, ওবিসি-বি ক্যাটাগরির ক্ষেত্রেও ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিগুলির ছাত্রদের জন্য ৪০০ টাকা ও ছাত্রীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। 

এবারই প্রথমবার এই বিশেষ ছাড়ের আওতায় আনা হয়েছে ইডব্লুএস (আর্থিকভাবে পিছিয়ে পড়া), পিডব্লুডি (বিশেষভাবে সক্ষম) ও টিএফডব্লু (টিউশন ফি ওয়েভার) ক্যাটাগরিকেও। অর্থাৎ এই ক্যাটাগরির ছাত্রছাত্রীরাও এবছর থেকে এই বিশেষ ছাড় পাবেন। ২০২৩ সাল পর্যন্ত এসসি, এসটি, ওবিসি-এ ও ওবিসি-বি, এই চার সংরক্ষিত ক্যাটাগরির আওতাধীন প্রার্থীরাই ১০০ টাকা বিশেষ ছাড়ের সুবিধা পেতেন। অর্থাৎ ৪০০ করে ছিল তাদের আবেদন ফি। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সগুলিতে পড়ুয়া ভর্তির প্রতি বছর এই পরীক্ষা নেয় বোর্ড। ২০২৪ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৮ এপ্রিল। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে আগামিকাল, ২৮ ডিসেম্বর থেকে। চলবে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত। 

[আরও পড়ুন: ভাইজানের জন্মদিন, রাতবিরেতে গাড়ি চড়ে কোথায় গেলেন সলমন? ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement