Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করবে ফ্লিপকার্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার অনলাইনে হবে জমির মিউটেশন, যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্যের৷

Job opportunity in Bengal: Mamata
Published by: Sayani Sen
  • Posted:December 24, 2018 4:30 pm
  • Updated:December 24, 2018 4:30 pm  

সন্দীপ চক্রবর্তী: রাজ্যে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরা৷ বাড়ছে কর্মসংস্থান৷ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।

এটিএম মেশিন হ্যাং করে টাকা গায়েব, পুলিশের জালে ‘মাস্টার মাইন্ড’

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে মন্ত্রিসভার প্রায় সকলেই উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগের জন্য মুখিয়ে রয়েছেন বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে এ রাজ্যে বিনিয়োগের কথা বলেছিল অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট৷ আজ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাংলায় ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ওই সংস্থাটি৷ তৈরি হবে লজিস্টিক হাব৷ ফ্লিপকার্টের বিনিয়োগের জেরে অন্তত ১০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে৷’’ এছাড়া এ রাজ্যে চর্মশিল্পে লগ্নি আসছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ তার ফলে আরও তিন লক্ষ কর্মহীন যুবক-যুবতী চাকরি পাবেন৷

Advertisement

‘আমি শোকাহত’, প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে টুইট মুখ্যমন্ত্রীর

এদিনের মন্ত্রিসভার বৈঠকে মেদিনীপুর এবং খড়গপুরের খাসমহলের জমি বন্টন নিয়েও আলোচনা হয়৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, খাসমহলের ১৬১৮ একর জমির অধিকার পাবেন বাসিন্দারা৷ খুব শীঘ্রই এই জমি বন্টন করে দেওয়া হবে৷’’ আলিপুরদুয়ারের ক্ষেত্রে আগে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ এছাড়াও খড়গপুরের উন্নয়নে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

বছর শেষের মন্ত্রিসভার বৈঠকে জমি কেনাবেচার মিউটেশন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ এবার থেকে জমি মিউটেশনের জন্য আর বিএলআর অফিসে দৌড়তে হবে না৷ পরিবর্তে বাড়িতে বসেই এক ক্লিকে করা যাবে মিউটেশন৷ রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি এবং সময় বাঁচবে বলেই আশা মুখ্যমন্ত্রীর৷ তাঁর কথায়, ‘‘এটি একটি বৈপ্লবিক সিদ্ধান্ত৷’’ খুব তাড়াতাড়ি রাজ্যের মানুষ এই সুবিধা পাবেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement