দীপঙ্কর মণ্ডল: রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়বার শপথ নিতেই ফের তা বুঝিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন তিনি। ধনকড়ের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব।
বুধবার সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর তৃণমূল নেতা-সহ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনকড়। বলেন, “ভারত ও বাংলা একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতেও লাগাতার ভোট পরবর্তী হিংসা চলছে। ” এরপরই কটাক্ষের ভঙ্গিতে তিনি বলেন, “আশা করি নতুন সরকার কড়া হাতে দুই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের পরই রাজ্যকে বিঁধে রাজ্যপালের এহেন মন্তব্যকে মোটেও ভালভাবে নেননি রাজভবনে উপস্থিত তৃণমূল নেতারা।
রাজ্যপালের আচরণ অত্যন্ত কুরুচিপূর্ণ বলেই মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর কথা, “আজকে নতুন সরকার তৈরির দিনে এহেন আচরণের থেকে খারাপ আর কিছুই হতে পারে না।” পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, সৌজন্য বিরোধী আচরণ করেছেন ধনকড়। উল্লেখ্য, বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করেছেন জগদীপ ধনকড়। পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রকাশ্যে রাজ্যপালের প্রতি ক্ষোভ প্রকাশও করেছেন মমতা। সেই পরম্পরা সমানে চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.