Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

তেরঙ্গা বিতর্কে জয় শাহ: ‘কুলাঙ্গার ছেলেকে ত্যাজ্যপুত্র করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক

যারা জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পায়, তাদের থেকে দেশাত্মবোধের সার্টিফিকেট নেব? কটাক্ষ অভিষেকের।

TMC leader Abhishek Banerjee attacks Amit Shah and Jay Shah | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 29, 2022 2:07 pm
  • Updated:August 29, 2022 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দুবাইতে ভারত-পাক ম্যাচে গ্যালারিতে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। তিনি ভারতের জয়ের পর জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। সকালেই এই নিয়ে টুইট করে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, জয় শাহর কাজ শাসকদলের ‘বৃহত্তম ভণ্ডামি’র উদাহরণ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের সভা থেকেও এই বিষয়ে সুর চড়ালেন অভিষেক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ করেন, দেশের পতাকা হাতে নিতে নারাজ ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ করে দেখান।

উল্লেখ্য, ভাইরাল হয়েছে এশিয়া কাপে গ্যালারিতে উপস্থিত জয় শাহর জাতীয় পতাকা হাতে নিতে না চাওয়ার ভিডিও। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে সোমবার তৃণমূলের সভামঞ্চ থেকে একের পর এক তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, যারা বিদেশের মাটিতে ভারতের জয়ের পর জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পায়, তাদের কাছ থেকে দেশাত্মবোধ শিখতে হবে? দেশকে ভালবাসার সার্টিফিকেট নিতে হবে? বাংলা যে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান, গেরুয়া শিবিরকে সেকথাও মনে করিয়ে দেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি মানবিকতার পরিচয় দিয়েছেন’, কংগ্রেসকে পালটা আজাদের]

জয় শাহর প্রসঙ্গ তুলে মোদির পরিবারতন্ত্র নিয়ে খোঁচার জবাব দেন তৃণমূল নেতা। মনে করিয়ে দেন, যে কোনওদিন ব্যাট ধরেনি, বল করেনি সে বোর্ডের সচিব! কীভাবে? এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ- বিদেশের মাটিতে যে দেশের পতাকা হাতে নিতে লজ্জা পায়, এমন ছেলেকে ত্যাজ্যপুত্র করে দেখান। অভিষেক অভিযোগ করেন, আসলে জয় শাহর কাছে দেশ আগে নয়। বরং পদ ও পরিবার আগে। ‘কুলাঙ্গার ছেলে’কে বরখাস্ত করুক বিসিসিআই, দাবি করেন তিনি। এই প্রসঙ্গে মিডিয়াকেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জয় শাহর জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গ টিভিতে দেখানো হবে না বলেও কটাক্ষ করেন তিনি।

সকালে একই বিষয়ে টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “উড়নচণ্ডী রাজপুত্রর জাতীয় পতাকার গর্ব সম্পর্কে ধারণাই নেই।” জয় শাহকে ট্যাগ করে অভিষেক কটাক্ষ করেছিলেন, “জাতীয় পতাকা ধরতে না চাওয়া শাসকগোষ্ঠীর বৃহত্তম ভণ্ডামির উদাহরণ। ওরা নাটুকে, মূল্যবোধহীন, জুমলা নির্ভর, আদৌ দেশাত্মবোধ নেই।” মঞ্চের ভাষণেও একই সুরে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement