Advertisement
Advertisement

নিমগাছের মগডালে জাপানি যুবক, রাতভর হয়রানি

সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে৷ পুলিশও আসে৷ রাতভর চলে উদ্ধারপর্ব৷

Japanese wanted to commit suicide, sits on the top of the floor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 4:04 pm
  • Updated:August 2, 2016 4:04 pm

স্টাফ রিপোর্টার: নিমগাছ থেকে দুর্বোধ্য ভাষায় চিৎকার শোনা যাচ্ছিল৷ সোমবার রাত তখন দশটা৷ তপসিয়া থানা এলাকার ক্রিস্টোফার রোড৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল আওয়াজ৷ স্থানীয়রা প্রথমে হকচকিয়ে যান৷ কুসংস্কারের বশে কেউ কেউ নিম গাছে ভূতের উপদ্রব হয়েছে বলে মনে করেন৷ কিন্তু এগিয়ে গিয়ে দেখা যায় খালি গায়ে এক যুবক মগডালে বসে!

সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে৷ পুলিশও আসে৷ রাতভর চলে উদ্ধারপর্ব৷ অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ গাছ থেকে পুকুরে ঝাঁপ দেয় সে৷ জানা যায়, টুরিস্ট ভিসা নিয়ে সে জাপান থেকে কলকাতায় এসেছে৷ তপসিয়া থানায় ওই জাপানি যুবককে আনা হয়েছে৷ তার রহস্যময় ব্যবহারের কারণ খুঁজছে পুলিশ৷ স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাতে ওই যুবক দুর্বোধ্য ভাষায় কী যেন বলছিল৷ পুলিশ ও দমকল পৌঁছনোর পর সে দু’টি ইংরেজি বাক্যও বলে৷ ‘প্লিজ হেল্প’ এবং ‘কল জাপানি পুলিশ’৷ কলকাতার পুলিশকর্মীরা প্রথমে হকচকিয়ে যান৷ জাপানি পুলিশ এখানে কীভাবে আসবে?

Advertisement

কিছুক্ষণ পরে জাপানি ও বাংলা জানা দোভাষী আনা হয়৷ দোভাষীর মাধ্যমে জানা যায়, ওই যুবক টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ কয়েক মাস আগে কলকাতায় এসেছে৷ এখানে তার পড়াশোনা করার ইচ্ছা আছে৷ কিন্তু পাসপোর্ট ও ভিসা হারিয়ে গিয়েছে৷ তাই সে হতাশ৷ আর বাঁচার ইচ্ছা নেই৷ সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়৷ পুলিশের চিন্তা আরও বাড়ে৷ কারণ কোনও বিদেশি মারা গেলে নানা ঝামেলা৷

দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় নিমগাছটির চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়৷ ঝাঁপ দিলে যাতে যুবকের প্রাণ বেঁচে যায় তার জন্যই এই প্রচেষ্টা৷ এরমধ্যে দোভাষীর মাধ্যমে জানা যায়, ওই যুবক তালতলা এলাকার একটি গেস্ট হাউসে উঠেছে৷ যুবকের ঘরে পাসপোর্ট ও ভিসার খোঁজ পায় পুলিশ৷ সেই খবর জানানো হয় মগডালে বসে থাকা যুবককে৷ তা জানার পরেও রাতভর পুলিশ ও দমকলকে প্রায় নাকানিচোবানি খাওয়ায় যুবক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement