সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ছ’রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী জগদীপ ধনকড়৷ পাশাপাশি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের নয়া রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি৷
[ আরও পড়ুন: অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে এবার বিজেপি, সাহায্যের আশ্বাস দিলীপের]
সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের নয়া রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে আনন্দীবেন প্যাটেলকে৷ মধ্যপ্রদেশের নয়া রাজ্যপাল করা হয়েছে লালজি ট্যান্ডনকে৷ ত্রিপুরা, বিহার ও নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়েছে যথাক্রমে রমেশ বায়াস, ফাগু চৌহান ও আরএন রবিকে৷ জানা গিয়েছে, ১৯৮৯-তে জনতা দলের হয়ে রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন জগদীপ ধনকড়। হন কেন্দ্রীয় মন্ত্রী৷ কিন্তু মাত্র দু’বছরের জন্য সাংসদ ছিলেন তিনি। ১৯৯১-র সাধারণ নির্বাচনে ওই কেন্দ্রে জয়লাভ করে কংগ্রেস। উল্লেখ্য, ২০১৪-র ২৪ জুলাই থেকে এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে নিয়েছিলেন কেশরীনাথ ত্রিপাঠী৷ আগামী বুধবার রাজ্যপাল হিসাবে পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে চলেছেন তিনি৷ রাজ্যের সঙ্গে বিরোধের রাস্তায় হেঁটে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসেন কেশরীনাথ৷ বসিরহাট কাণ্ড হোক বা সাম্প্রতিক কালের সন্দেশখালি কাণ্ড, বিভিন্ন সময়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে৷ এমনকী, শাসকদলও তাঁর সমালোচনা করতে ছাড়েনি৷ অভিযোগ করেছে, কেন্দ্রের প্ররোচনায় কাজ করছেন রাজ্যপাল৷
[ আরও পড়ুন: শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে শ্লীলতাহানি-নিগ্রহ, বিদেশমন্ত্রকের হস্তক্ষেপে উদ্ধার তরুণী ]
অন্যদিকে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল এতদিন ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল৷ তাঁকে সেখান থেকে সরিয়ে উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর জায়গায় মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন বিহারের রাজ্যপাল লালজি চ্যান্ডন৷ আর বিহারের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ফাগু চৌহান৷
Lal Ji Tandon, Governor of Bihar is transferred and appointed as Governor of Madhya Pradesh, Phagu Chauhan as Governor of Bihar, RN Ravi as Governor of Nagaland. The appointments will take effect from the dates they assume charge of their respective offices. https://t.co/EmPQixDg46
— ANI (@ANI) July 20, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.