দীপঙ্কর মণ্ডল: নন্দীগ্রামে (Nandigram) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশ হামলার অভিযোগ। সেই ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
রবিবার ধনকড় টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশ কর্মী নিয়ে এক অফিসার কার্যালয়ে গিয়েছেন। অন্য একজন ভিডিওগ্রাফি করছেন।” ওই টুইটেই রাজ্যপাল জানিয়েছেন, শুভেন্দু তাঁকে পুলিশি হামলার অভিযোগ জানিয়েছেন। এরপরই মুখ্যসচিবের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
WB Guv
CS @chief_west to render status report by 10 PM today indicating full details of heavy police and rapid action force posse & senior officials @WBPolice present in & outside MLA office of LOP @SuvenduWB
Such an action in the MLA office of LOP is a matter of deep concern. https://t.co/LxiGZOkHck pic.twitter.com/eSa0G4MMiz
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2022
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেন, “রাজ্যপাল এবং শুভেন্দু জুটি বেঁধেছেন। তাঁরা প্রশাসনের দখল নেওয়ার চেষ্টা করছেন। আসলে শুভেন্দুর বরাবর ছিঁচকাঁদুনে স্বভাব। এখন অমিত শাহ তাঁর কথা শুনছেন না। তাই রাজ্যপালের কাছে নালিশ করছেন। এসব দেখেই বাংলার মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
WB Guv
In view of worrisome inputs from Leader of Opposition West Bengal Legislative Assembly @SuvenduWB that his MLA office of Nandigram has been attacked by police, sought an urgent report Chief Secretary @chief_west pic.twitter.com/g29oy7I97C
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.