সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর করোনার (CoronaVirus) কারণে জন্মদিন উৎযাদব করতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এবছরের পরিস্থিতিও একই। সেই সঙ্গে রয়েছে ভোট পরবর্তী হিংসা। জোড়া কারণে ১৮ মে অর্থাৎ মঙ্গলবার অনাড়ম্বরেই কাটবে ধনকড়ের জন্মদিন। টুইটে নিজেই একথা জানিয়েছেন রাজ্যপাল।
In view of COVID & POST POLL VIOLENCE @MamataOfficial like last year this year also will not celebrate birthday on May 18.
Always follow COVID PROTOCOL & LOCKDOWN NORMS. Police @KolkataPolice @WBPolice must not overlook violations.
Handhold the sufferers of POST POLL VIOLENCE.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
সোমবার রাতে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি লেখেন, করোনা ও ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) কারণে গত বছরের মতো এবছরও আমার জন্মদিন উদযাপন করা হচ্ছে না।” ইতিমধ্যেই টুইটে ধনকড়কে শুভেচ্ছা জানিয়েছেন নীতিন গড়কড়ি-সহ অনেকে।
Greatly value and feel energized by wellness message and blessings @nitin_gadkari on my birthday. https://t.co/4MTMuaXh0e
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 18, 2021
সোমবার রাতের ওই টুইটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধেছেন ধনকড়। কলকাতা ও রাজ্যপুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, “কোভিডবিধি (COVID protocol) ও লকডাউনের (Lockdown) নিয়ম মানুন। হিংসার ঘটনার দিকে নজর দিন।” উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। বারবার নানা কারণে রাজ্যকে আক্রমণ করেছেন ধনকড়। পালটা দিয়েছে রাজ্য। ভোট পরবর্তী হিংসা নিয়েও বারবার রাজ্যের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন তিনি। পালটা তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.