সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা অধিবেশন প্রসঙ্গে মুখ্যসচিবকে জরুরি তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তবে সরকারি অনুষ্ঠান থাকায় যেতে পারলেন না হরিকৃষ্ণ দ্বিবেদী। সময় সুযোগ মতো দেখা করবেন বলেই জানিয়েছেন মুখ্যসচিব, এমনটাই খবর।
বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে স্পষ্টভাবে তিনি জানান, বিধানসভার অধিবেশনের বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনা করতে চান তিনি। সেই কারণে বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে মুখ্যসচিবকে তলব করেছিলেন তিনি। কিন্তু সরকারি অনুষ্ঠানের কারণে আজই রাজভবন যেতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।
WB Guv:
CS has been called upon to be present before noon today for urgent consultations in connection with summoning WB Assembly seeking to invoke authority of Guv under article 174 of Constitution in pursuance to Feb 21 Cabinet Decision as remitted to this office on Feb 23.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 24, 2022
রাজ্য-রাজ্যপালের মতের অমিল একেবারেই নতুন নয়। বারবার একাধিক বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছে তাঁরা। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত ফাইল রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তারপর পাঠাতে বলেছিলেন রাজ্যপাল। এবার ওই ফাইলটির জন্যই আর্থিক ব্যয় সংক্রান্ত তথ্য চেয়ে পাঠান ধনকড়। তা নিয়ে বিতর্কের মাঝে এবার মুখ্যসচিবকে তলব ধনকড়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.