সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে বুধবারই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এবার পালটা দিলেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন দাবি করে চিঠি পাঠালেন সৌগতকে।
বৃহস্পতিবার সৌগত রায়কে পাঠানো চিঠি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেখানে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে মেসেজ করার অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর পাশাপাশি সৌগত রায়ের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে আনেন ধনকড়।
The least expectation @SaugataRoyMP @LokSabhaSectt @AITC is to withdraw his statement “Governor Sending Me Texts Against Mamata Banerjee Every Day” now that entire WhatsApp exchange has been revealed.@ndtv @ANI @TimesNow @PTI_News @abpanandatv @republic @ZeeNews @aajtak pic.twitter.com/q2xpGtXSxR
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 30, 2021
ঠিক কী অভিযোগ করেছিলেন সৌগত রায়? তাঁর কথায়, “রাজ্যপাল হোয়াটসঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর নামে নিন্দা করে বিভিন্ন রকমের মেসেজ করছেন। আমি জবাব দিচ্ছি না। কারণ, জানি আমি কিছু লিখলেই উনি সেটা টুইট করবেন।” রাজ্যপালকে খোঁচা দিয়ে সৌগত বলেছিলেন, “উনি ধূর্ত রাজনীতিবিদের মতো আচরণ করছেন।” হাওড়া বিলে সই প্রসঙ্গ তুলেও ধনকড়কে আক্রমণ করেন সাংসদ।
উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। রাজ্যপাল পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই বারবার রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন জগদীপ ধনকড়। বারবার রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। কখনও আবার সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যের তরফে পালটা নিশানা করা হয়েছে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.