Advertisement
Advertisement

Breaking News

Dhankhar

‘বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের তথ্য চেয়েও পাইনি’, রাজ্যকে খোঁচা Jagdeep Dhankhar-এর

পালটা দিলেন কুণাল ঘোষ।

Jagdeep Dhankhar slams Mamata Govt over BGBS issue | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 2, 2021 4:21 pm
  • Updated:September 3, 2021 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। অভিযোগ করলেন এক বছর আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের বিনিয়োগ সংক্রান্ত তথ্য চাইলেও রাজ্য এখনও তা পাঠায়নি। ধনকড়কে পালটা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রাজ্যবাসীর স্বার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তাঁর নজর রয়েছে শিল্পেও। কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। বুধবারই একাধারে একাধিক শিল্পতালুকে বিনিয়োগ তো অন্যদিকে শিল্পবান্ধব নয়া নীতির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পানাগড় শিল্পতালুকে ৪০০ কোটির পলিফিল্মের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। জানিয়েছেন, ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা। 

Advertisement

[আরও পড়ুন: Visva Bharati: আন্দোলনকারী পড়ুয়াদের নোটিস পাঠানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের]

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ নিয়ে রাজ্যকে ফের খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে তিনি লিখলেন, “২০২০ সালের ২৫ আগস্ট  ১২ কোটি টাকা বিনিয়োগের যাবতীয় তথ্য চেয়েছিলাম। কিন্তু এখনও তা পাইনি। একবছরে কোনওরকম উত্তর পাইনি।”  টুইটে গতবছর মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিটিও জুড়ে দিয়েছেন রাজ্যপাল। 

 

রাজ্যপালের এই টুইটের পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “আমি জগদীপ ধনকড়কে পরামর্শ দিচ্ছি সুকুমার রায়ের পাগলা দাশু পড়ার। আশা করি উনি সেটা উপভোগ করতে পারবেন।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement