সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ হার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইট করে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি। পাশপাশি, এখনও কতজনের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ হয়নি সেই প্রশ্ন তুলে বিঁধলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৬ জনের শরীরে অস্তিত্ব মিলেছে নোভেল করোনা ভাইরাসের। মৃত্যু হয়েছে ৯ জনের। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে পরপর ৩ টি টুইট করেন রাজ্যপাল ধনকড়। প্রথম টুইটকে করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। মারণ ভাইরাসকে পরাস্ত করতে প্রত্যেককে সামাজিক দূরত্বের বিধি-সহ সমস্ত নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এরপর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বিঁধে একটি টুইট করেন তিনি। ফের সেখানে করোনা আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ্য আনার দাবি জানান। পাশাপাশি আনলকডাউনের প্রতিটি পদক্ষেপ অনেক বেশি সচেতনভাবে নেওয়ার পরামর্শ দেন।
Each passing day is raising Covid anxiety bench mark.
Rising Covid+ve cases and deaths @MamataOfficial -a worrisome scenario. We all have to be in HIGHEST ALERT MODE for society welfare.
PLEASE FOLLOW SOCIAL DISTANCING AND PROTOCOL AS THIS IS THE ONLY WAY TO DEFEAT COVID (1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2020
Urge @derekobrienmp to share real time Covid-19 data with the people.
It will generate greater and much needed compliance and seriousness in Unlockdown.
Non responsive stance on pending results of thousands of testing reports @MamataOfficial is not in public interest. (2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2020
মঙ্গলবারের তৃতীয় টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যপাল। হাবেভাবে ফের বুঝিয়ে দেন যে, করোনার তথ্য গোপন করছে রাজ্য। প্রশ্ন তোলেন, এখনও কত নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত? জনস্বার্থে তা প্রকাশ্যে আনার আবেদনও জানান। সব মিলিয়ে এদিনের টুইটেও স্পষ্ট রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব।
As social media spokesperson @MamataOfficial I seek following information:
What is number of tests whose reports are awaited ?
How many test report results, though received by government, are not being released ?
As sr MP u appreciate public interest of sharing these.(3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.