সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেগাসাস কাণ্ডের (Pegasus) তদন্তে কিছুদিন আগেই কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চলছে তদন্তে। বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্যের কাছে এই কমিটি সম্পর্কিত তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কিন্তু এখনও তা না মেলায় এবার টুইটে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল। আগামিকাল বিকেল ৫ টার মধ্যে পেগাসাস তদন্ত কমিটি সম্পর্কিত যাবতীয় তথ্য পেশের নির্দেশও দিয়েছেন তিনি।
As no documentation was brought to his notice regarding WB Govt Notification #Pegasus Inquiry Panel, WB Governor has directed Chief Secretary @MamataOfficial to make available the same by tomorrow 5 p.m., indicating his earlier failure is not in accord with constitutional norms. pic.twitter.com/mNnmN6HAwL
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 15, 2021
চলতি বছরের এপ্রিল মাসে পেগাসাস (Pegasus) রিপোর্ট প্রকাশ্যে আসার পরই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, পেগাসাস নামের এই ইজরায়েলি সফ্টওয়্যার ব্যবহার করে দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি এমনকী সরকারি আমলাদের উপরও নজরদারি চালাচ্ছে কেন্দ্র। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের টার্গেটে ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, রাকেশ আস্তানা, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতো ব্যক্তিত্বরা। এমনকী কেন্দ্রের দুই মন্ত্রীও নাকি টার্গেট ছিলেন সরকারের।
এই পেগাসাস ইস্যুতে শুরু থেকেই সরব এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে আলাদা তদন্ত কমিটি গঠন করবে রাজ্য সরকার। গত ২৬ জুলাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি মদন লোকুর (Madan Lokur) এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ওই কমিটি বেশ কিছুদিন ধরেই তদন্তের কাজ চালাচ্ছে। চলতি মাসে ওই কমিটি সম্পর্কিত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন ধনকড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.