Advertisement
Advertisement

Breaking News

Pegasus

Pegasus: পেগাসাস নিয়ে রাজ্যের গঠিত কমিটির কাজ কী? ফের জানতে চাইলেন জগদীপ ধনকড়

আগামিকাল বিকেল ৫ টার মধ্যে মুখ্যসচিবকে তলব করেছেন রাজ্যপাল।

Jagdeep Dhankhar seeks a report on pagasus investigation committee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2021 1:54 pm
  • Updated:December 15, 2021 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেগাসাস কাণ্ডের (Pegasus) তদন্তে কিছুদিন আগেই কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চলছে তদন্তে। বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্যের কাছে এই কমিটি সম্পর্কিত তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কিন্তু এখনও তা না মেলায় এবার টুইটে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল। আগামিকাল বিকেল ৫ টার মধ্যে পেগাসাস তদন্ত কমিটি সম্পর্কিত যাবতীয় তথ্য পেশের নির্দেশও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: COVID-19 Update: বঙ্গে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, একদিনে উত্তর ২৪ পরগনায় সংক্রমিত শতাধিক]

চলতি বছরের এপ্রিল মাসে পেগাসাস (Pegasus) রিপোর্ট প্রকাশ্যে আসার পরই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, পেগাসাস নামের এই ইজরায়েলি সফ্‌টওয়্যার ব্যবহার করে দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি এমনকী সরকারি আমলাদের উপরও নজরদারি চালাচ্ছে কেন্দ্র। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের টার্গেটে ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, রাকেশ আস্তানা, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতো ব্যক্তিত্বরা। এমনকী কেন্দ্রের দুই মন্ত্রীও নাকি টার্গেট ছিলেন সরকারের।

এই পেগাসাস ইস্যুতে শুরু থেকেই সরব এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে আলাদা তদন্ত কমিটি গঠন করবে রাজ্য সরকার। গত ২৬ জুলাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি মদন লোকুর (Madan Lokur) এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ওই কমিটি বেশ কিছুদিন ধরেই তদন্তের কাজ চালাচ্ছে। চলতি মাসে ওই কমিটি সম্পর্কিত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন ধনকড়।

[আরও পড়ুন: সিঙ্গুরে ‘কৃষক বাঁচাও আন্দোলন’ থেকে মমতার কৃষিনীতি নিয়ে তোপ শুভেন্দুর, পালটা জবাব কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement