Advertisement
Advertisement
Jagdeep Dhankhar

‘রাজনীতি নিয়ে চিন্তিত নই, মিথ্যাচার হজম করব না’, হুঙ্কার জগদীপ ধনকড়ের

এদিনও রাজ্যপালের নিশানায় ছিল রাজ্য সরকার।

Jagdeep Dhankhar lashes out at state govt | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 16, 2020 3:01 pm
  • Updated:December 16, 2020 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) নিশানায় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। এবার ধনকড় অভিযোগ করলেন, তার নামে মিথ্যাচার করা হচ্ছে। বিষয়টিকে কোনওভাবেই প্রশয় দেবেন না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল।

রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিনই খুবএকটা সুমধুর ছিল না। বরং বারবার একে অপরকে নিশানা করতে দেখা গিয়েছে। রাজ্যের একাধিক সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর আচরণ, এমনকী রাজ্য পুলিশকেও বারবার তোপ দেগেছেন জগদীপ ধনকড়। পালটা দিয়েছে রাজ্যও। নাম না করে একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী আক্রমণ করেন ধনকড়কে। রাজ্যপালকে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করা হয়। বুধবার সাংবাদিকদের মুখোমুখি সেপ্রসঙ্গেই মুখ খোলেন রাজ্যপাল। বলেন, “রাজ্যপাল কিছু বললেই বলা হয়, উনি কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। কিন্তু একথা সম্পূর্ণ মিথ্যে। বাংলায় কে ক্ষমতায় এল তাতে আদতেই রাজ্যপালের কিছু এসে যায় না। সংবিধান অনুযায়ী রাজ্যপালের কিছু ক্ষমতা আছে। সেই জায়গা থেকে তাঁর কোনওকিছু জানতে চাওয়ার অধিকারও রয়েছে।” এরপরই হুঁশিয়ারি দিয়ে ধনকড় বলেন, “আমি কোনও মিথ্যে হজম করব না। যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে।”

Advertisement

[আরও পড়ুন: ‘জোয়ারে আসে, ভাটায় চলে যায়, কিছু যায় আসে না’, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার]

এদিনও বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনকড়। ভবিষ্যতের পরিস্থিতি কী হতে পারে তা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, “আমি লজ্জিত, এভাবে কোনও কিছু চলতে পারে না। পুলিশের রাজনীতিকরণ হচ্ছে।” এর আগেও একাধিকবার বাংলার পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছিলেন রাজ্যপাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুইটে মুখ্যমন্ত্রীকে নানা পরামর্শ দিয়েছেন। সরকারের একাধিক উচ্চপদস্খ কর্তার সঙ্গে বৈঠকে বসার ডাকও দিয়েছেন। কিন্তু কোনওকিছুতেই পালটায়নি রাজ্য-রাজ্যপাল সম্পর্কের সমীকরণ।

[আরও পড়ুন: ‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement