ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাইবার জালিয়াতির (Cyber Attack) শিকার খোদ রাজ্যপাল? তাঁর নাম করে পাঠানো হচ্ছে ভুয়ো মেল! কলকাতা পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার টুইট করে নিজেই এই খবর দিয়েছেন তিনি। সঙ্গে তাঁর নাম করে পাঠানো ওই মেলটিও জুড়ে দেন। যাতে লেখা, “আমার সাহায্য প্রযোজন। অবিলম্বে আমার মেলের জবাব দিন।” এই সমস্যা থেকে রেহাই পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান বলেও টুইটে উল্লেখ করেছেন ধনকড়।
Now fake mails after LOCUST MESSAGING and calls-reported @KolkataPolice
Nothing happened @WBPolice when Governor was stopped on road by hooliganism and in social media his photo morphed.
Hope action @MamataOfficial is initiated and epicentre exposed. pic.twitter.com/HfgC2SqgxC
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 4, 2020
সাইবার প্রতারণা নতুন কিছু নয়। এ রাজ্য কেন, গত কয়েক বছরে দেশজুড়ে নিজেদের জালিয়াতির ফাঁদ পেতেছে এই ‘প্রফেশন’। লকডাউনে অনলাইনে কেনাকাটা বাড়ায় প্রতারণাও পাল্লা দিয়ে বেড়েছে। যার উল্লেখ মিলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের মুখেও। বহু সেলিব্রিটি এমনকী এ রাজ্যের পুলিশের হাই প্রোফাইল অফিসাররা পর্যন্ত সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন। সেই তালিকাতেই এবার নাম এল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। সম্প্রতি তিনি সাইবার জালিয়াতির শিকার বলে টুইটে লিখেছেন রাজ্যপাল।
তবে এটাই প্রথম নয়, এই ধরনের ঘটনা তাঁর সঙ্গে আগেও ঘটেছে, সে কথাও টুইটে লিখেছেন রাজ্যপাল। বলেছেন, “এর আগে আমায় বেনামে মেসেজে পাঠানো হয়েছিল। পুলিশকে জানিয়েছিলাম। একসময় আমার গাড়ি আটকেছিল গুন্ডারা। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করা হয়েছিল।” তবে একইসঙ্গে আক্ষেপ করে তিনি বলেছেন, “এইসব অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি।” রবিবার তাই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ চেয়ে নিজের টুইটে তাঁকে ট্যাগ করেছেন রাজ্যপাল। তাঁকে উদ্দেশ করে বলেছেন, “আশা করি এবার উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এবং এর মূল উৎস বেরিয়ে আসবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.