সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নিশানা করলেন রাজ্যের আমলা ও পুলিশকে। দুর্নীতি রুখতে পারছে না প্রশাসন, এই অভিযোগ তুলে বিঁধলেন শাসকদলকে।
বরাবরই বিভিন্ন ইস্যু নিয়ে সরব হন রাজ্যপাল। সোমবার সকালেও পরপর দুটি টুইট তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জগদীপ ধনকড়। প্রথম টুইটে কটাক্ষ করেন আমলাদের। লেখেন, “যেভাবে রাজ্যে সরকারি আমলাদের সম্পত্তি বাড়ছে এবং তাঁরা দুর্নীতিতে জড়াচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। দুর্নীতি নামক শিল্পকে রুখতে না পারার যে প্রশাসনিক ব্যর্থতা, সেটাই এখন শহরের আলোচ্য বিষয়। সেটাই সরকারের মুখ পোড়াচ্ছে।”
Reports of monstrous corruption and incredible amassing of wealth by public servants @MamataOfficial, their cronies and middlemen are worrisome.
Systemic failure to dent such nefariously flourishing corruption industry, an open secret and talk of town, is a slur on governance.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 23, 2020
দ্বিতীয় টুইটে গরুপাচার ও কয়লাকাণ্ড নিয়ে সোচ্চার হন রাজ্যপাল। লেখেন, “তদন্তের মধ্যে দিয়ে উর্দিধারীদের মেগা দুর্নীতির পর্দা ফাঁস করা দরকার। তাঁদের অসত্ উপায়ে অর্জিত সম্পত্তির খোঁজ করতে হবে।” দুর্নীতির আঁতুরঘর ভেঙে গণতন্দ্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ধনকড়।
Thorough probe and expose of mega corruption scam- channelization of ill gotten wealth, its parking in assets in and out of country, by “men in uniform” @KolkataPolice @WBPolice ,their cronies called for.
Am Committed to ensure exemplary consequences to these corrupt elements.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.