Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

‘উর্দিধারীদের দুর্নীতি ফাঁস করা দরকার’, ফের ধনকড়ের নিশানায় পুলিশ

আমলাদেরও বিঁধলেন রাজ্যপাল।

Jagdeep Dhankhar attacks wb police again | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 23, 2020 1:14 pm
  • Updated:November 23, 2020 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নিশানা করলেন রাজ্যের আমলা ও পুলিশকে। দুর্নীতি রুখতে পারছে না প্রশাসন, এই অভিযোগ তুলে বিঁধলেন শাসকদলকে।

বরাবরই বিভিন্ন ইস্যু নিয়ে সরব হন রাজ্যপাল। সোমবার সকালেও পরপর দুটি টুইট তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জগদীপ ধনকড়। প্রথম টুইটে কটাক্ষ করেন আমলাদের। লেখেন, “যেভাবে রাজ্যে সরকারি আমলাদের সম্পত্তি বাড়ছে এবং তাঁরা দুর্নীতিতে জড়াচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। দুর্নীতি নামক শিল্পকে রুখতে না পারার যে প্রশাসনিক ব্যর্থতা, সেটাই এখন শহরের আলোচ্য বিষয়। সেটাই সরকারের মুখ পোড়াচ্ছে।”

Advertisement

 

[আরও পড়ুন: ইতিহাসে প্রথম, সরকারি চাকরি পেতে ‘দক্ষতা’র মাপকাঠি কোভিডে মৃতের দেহ দাহ করা]

দ্বিতীয় টুইটে গরুপাচার ও কয়লাকাণ্ড নিয়ে সোচ্চার হন রাজ্যপাল। লেখেন, “তদন্তের মধ্যে দিয়ে উর্দিধারীদের মেগা দুর্নীতির পর্দা ফাঁস করা দরকার। তাঁদের অসত্‍ উপায়ে অর্জিত সম্পত্তির খোঁজ করতে হবে।” দুর্নীতির আঁতুরঘর ভেঙে গণতন্দ্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ধনকড়।

[আরও পড়ুন: খাস কলকাতায় পেট্রোল পাম্পে বাইক বাহিনীর তাণ্ডব! কয়েকঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement