Advertisement
Advertisement
Mamata Banerjee

লোকসভা ভোটের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন? বিধানসভায় ইঙ্গিত ফিরহাদের

শুভ দিনক্ষণ ঠিক করতে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Jagannath Temple in Digha likely to be inaugurated on next year before Lok Sabha Election 2024 |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2023 3:49 pm
  • Updated:August 3, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের মতো চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই দিঘার (Digha)জগন্নাথ মন্দির উদ্বোধন হতে পারে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এমনই ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুভ দিনক্ষণ ইতিমধ্যেই খোঁজা শুরু করেছে বলে খবর। ফিরহাদ হাকিম জানান, আগামী বছরই বাংলায় তৈরি হওয়া জগন্নাথ মন্দিরটির উদ্বোধন হবে। তা করবেন মুখ্যমন্ত্রী।

এদিন ফিরহাদ হাকিম আরও জানান, দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের জন্য রাজ্য সরকার মোট ১৪৩ কোটি টাকা খরচ করছে। এর জন্য সাধারণের থেকে কোনও অর্থসাহায্য বা অনুদান নেওয়া হয়নি। দিঘায় এই মন্দির নির্মাণের কাজ দেখতে গিয়ে এই বরাদ্দের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কাজ শেষ হলেই মন্দির উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আগামী বছরের গোড়াতেই তা উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার দেহ, শরীরের ছ্যাঁকার দাগে বাড়ছে ধন্দ]

একাধিকবার পুরীর (Puri) জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানকার দ্বৈতাপতির সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় যজ্ঞ করার জন্য এসেছিলেন দ্বৈতাপতি। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। দিনক্ষণ স্থির হলে আগামী বছরের গোড়াতেই তার উদ্বোধন হবে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই তার দ্বার খুলে যাবে সাধারণের জন্য। রাজনৈতিক মহলের একাংশের মত, মোদি সরকারের কাছে হিন্দুত্বের তাস এই মন্দির। আর তা নির্বাচনের ইস্যু করে তোলা উদ্দেশ্য। তবে কি দিঘার জগন্নাথ মন্দিরের লক্ষ্যও তাই? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: লক্ষ্য আত্মনির্ভর হওয়া, ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে রাশ টানছে মোদি সরকার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement