ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডেঙ্গুতে মৃত্যু কলকাতায়। এবার জ্বরের বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন দুপুর তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।
মৃত পড়ুয়ার নাম ওহিদুর রহমান। এম টেকের প্রথম বর্ষের পড়ুয়া। সাগরদিঘির বাসিন্দা হলেও বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন। গত মাসের শেষ থেকেই জ্বরে ভুগছিলেন ওহিদুর। প্রথমে যাদবপুরের কেপিসি হাসপাতালে ভরতি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি এক হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সেখানেই এদিন মৃত্যু হয়। পড়ুয়ার মৃত্যু নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ এবং প্রশাসনের মধ্য়ে টানাপোড়েন শুরু হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহুর দাবি, হস্টেল চত্বরে মশার চাষ। বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। ঘুরিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, আমরা আর কী করব! দায়িত্বশীল উপাচার্য, দায়িত্বশীল সুপারকে নোটিস পাঠাব? একাধিকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছি। সচেতন করেছি। ক্যাম্পাস পরিষ্কার করিয়েছি। আর কী করব!”
শহরজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। শনিবারই প্রাণ গিয়েছিল দমদমের দুই বাসিন্দারা। এর পর ২৪ ঘণ্টা কাটার আগেই ফের ডেঙ্গু প্রাণ কাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.