রমেন দাস: ফের ধরনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। তবে এবার আর পড়ুয়া নয়, ধরনা দিচ্ছেন খোদ অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। সঙ্গে রয়েছে ইসি তথা কর্মসমিতির কয়েকজন সদস্য। তাঁদের দাবি, কর্মসমিতি চলাকালীন একটানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। তারা উপাচার্য-সহ বাকিদের কার্যত হেনস্তা করে বলেও দাবি উপাচার্য-সহ বাকিদের। রাতভর তাঁরা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের বাইরে ধরনা দিয়েছেন। সকালেও চলছে ধরনা অবস্থান।
১২ ঘণ্টা আলোচনার পরেও আগের ইসি বা কর্মসমিতির বৈঠক অসম্পূর্ণ ছিল। তাই সেই বৈঠক বুধবার দুপুর তিনটে থেকে আবার বসে। কিন্তু আলোচনা চলাকালীন ঝামেলা শুরু হয়। ছাত্রদের একাংশ নানান দাবি তুলে বৈঠকের মাঝপথে অশান্তি শুরু করেন বলে অভিযোগ। একটানা স্লোগান চলতে থাকে বলেও দাবি। এর পর রাত দুটো নাগাদ ইসি সদস্যরা নজিরবিহীনভাবে অরবিন্দ ভবনের বাইরে অবস্থানে বসেন। এখনও সেই অবস্থান চলছে। রয়েছেন অন্তর্বর্তী উপাচার্য, সহ উপাচার্য, ডিন-সহ একাধিক অধ্যাপক, কর্মসমিতির সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.