Advertisement
Advertisement
Suvendu Adhikari

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে FIR নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তি

তবে শুভেন্দুকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ হাই কোর্টের।

Jadavpur University Case: Calcutta HC dismissed FIR plea against Suvendu Adhikari । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 19, 2023 5:49 pm
  • Updated:October 19, 2023 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় স্বস্তিতে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ওইদিন তাঁর ভাষা কোনওভাবেই কাউকে আঘাত করেনি। তাই এফআইআর করা যাবে না। তবে শুভেন্দুকে তদন্তে সহযোগিতা করতে হবে।

বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ওইদিন তাঁর ভাষা কোনওভাবেই কাউকে আঘাত করেনি। তবে একজন পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির এই ধরনের মন্তব্য করা উচিত নয়। সেদিনের মন্তব্যের জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। তাই তাঁর বিরুদ্ধে যাদবপুর থানা এফআইআর করতে পারবে না। তবে শুভেন্দুকে তদন্তে সহযোগিতা করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগ, বাড়ি গিয়ে টাকা ফেরালেন তৃণমূলের অঞ্চল সভাপতি, ভাইরাল ভিডিও]

উল্লেখ্য, গত ১৭ আগস্ট গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। এরপর সভাও করে বিজেপি। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ওই মিছিল থেকে ‘গোলি মারো’, ‘জুতো মারো’ স্লোগানও শোনা যায়। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার আর্জিতে অনুমতি চায় পুলিশ। তবে সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট।

[আরও পড়ুন: ভ্রাম্যমাণ ট্রামেই দেবীর আরাধনা, স্বেচ্ছাসেবী সংগঠনের পুজোয় শামিল রূপান্তরকামীরাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement