রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কড়া সিদ্ধান্তের পথে অ্যান্টি র্যাগিং কমিটি। এক ছাত্রকে ৬ মাস এবং আরও এক ছাত্রকে ১ মাসের জন্য সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অ্যান্টি র্যাগিং কমিটির (Anti-Ragging Committee) মঙ্গলবারের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ফেটসু-র (FETSU) সঙ্গে জড়িত অরিত্র মজুমদারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে। আবার এসএফআইয়ের (SFI) সঙ্গে জড়িত ছাত্রনেতা রুদ্র চট্টোপাধ্যায়কেও ১ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিতে চলেছে ওই কমিটি। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের তরফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হতে পারে বলেও খবর।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে (JU Main Hostel) ছাত্র মৃত্যুর (JU Student Death) নেপথ্যে উঠে আসে অরিত্র মজুমদার (Aritra Majumdar Alu) ওরফে আলুর নাম। বারাসতের বাসিন্দা ওই যুবক ছুটিতে ছিলেন বলে দাবি করলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে সই মিলেছিল। তা নিয়ে বিতর্ক হয় সর্বত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আলুর সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী তদন্ত কমিটিও। এর পরও কেন আলুর বিরুদ্ধে ব্যবস্থা নয়, প্রশ্ন ওঠে তা নিয়েও।
বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি সূত্রের দাবি, মঙ্গলবারের ওই বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। মেইন হস্টেলের ঘটনায় জড়িত ছাত্রদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করেছে কমিটি। ফেটসু-র অন্যতম মুখ অরিত্র মজুমদারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়েছে। শুধু তিনিই নন, অন্য এক ছাত্র রুদ্র চট্টোপাধ্যায়কেও এক মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিতে চলেছে ওই কমিটি। এদিকে মেইন হস্টেলের এক সুপারকে তিন মাসের জন্য সাসপেন্ড করার কথা বলেছে কমিটি। অন্য একজনকে অন্যত্র বদলি করার কথা বলা হয়েছে। সেই সময়ে নিযুক্ত নিরাপত্তারক্ষীকে বদলি-সহ একাধিক কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ডিন অফ স্টুডেন্টকে সতর্ক করার বিষয়ে সুপারিশ করা হয়েছে বলেই দাবি। এবার অভিযুক্তদের শোকজ করবে কমিটি। তারপর ইসি অর্থাৎ কার্যনির্বাহী সমিতির বৈঠকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে জানান, ”বৈঠক হয়েছে। কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু এখনও অফিসিয়াল রেজ্যুলিউশন আমার কাছে এসে পৌঁছায়নি। তাই আনুষ্ঠানিকভাবে আমি এখনই এই বিষয়টি বলতে পারছি না। একটু অপেক্ষা করুন।”
এই বিষয়ে জানতে অরিত্র মজুমদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা হলেও তিনি উত্তর দেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.