Advertisement
Advertisement

বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষিতা, ভাড়া বাড়িতে আর ঠাঁই হল না নিগৃহীতার

এ সমাজ ফের ঘরছাড়া করল ধর্ষিতাকেই!

Jadavpur rape victim stigmatized, evicted from rented accommodation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2018 4:09 pm
  • Updated:July 11, 2019 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অপরাধী  কে?  যিনি ধর্ষিতা হলেন নাকি যারা ধর্ষণ করল?  আইন যাই বলুক না কেন, এ শহরে কিন্তু ঘরছাড়া হতে হল ধর্ষিতাকেই। মঙ্গলবার জন্মদিনের পার্টিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। নিগৃহীতার তরুণী বেলেঘাটার এক বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। অভিযোগ, বুধবার বিকেলে তাঁকে তাড়িয়ে দিয়েছেন বাড়ির মালিক। আপাতত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই তরুণী।

[পার্টিতেই পাতা ধর্ষণের ফাঁদ, বন্ধুর ফ্ল্যাটেই নিগৃহীতা ছাত্রী]

Advertisement

নিগৃহীতা ওই তরুণী একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বেলেঘাটা অঞ্চলে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন তিনি। যাদবপুরের গান্ধী কলোনি এলাকায় ওই তরুণীর এক বন্ধুর ফ্ল্যাটে জন্মদিনের পার্টি ছিল। বন্ধুর আমন্ত্রণে পার্টিতে গিয়েছিলেন তিনি। ওই তরুণীর দাবি, সেখানে বন্ধুর সূত্রেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিযোগ, ওই যুবকই জোরাজুরি করে ছাত্রীটিকে অতিরিক্ত মদ্যপানে বাধ্য করে। মাঝরাত পেরিয়ে ওই তরুণীকে পাশের ফ্ল্যাটে টেনে নিয়ে যায় সে। সেথানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে। নিগৃহীতা জানিয়েছেন, নেশাচ্ছন্ন থাকায় বাকিরা কিছু টের পাননি। প্রথমে বেলেঘাটা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘটনাটি যেহেতু গান্ধী কলোনিতে ঘটেছে, তাই ছাত্রীটিকে যাদবপুর থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার সন্ধেয় যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় বিশ্বজিৎ দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু, বিপাকে পড়েছেন খোদ অভিযোগকারিণীই।

[বারুইপুরে ছাত্রীর গায়ে মদ ঢেলে যৌন হেনস্তা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার]

বুধবার বেলঘাটায় যে বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন সেখানে  ফেরেন ওই তরুণী। সন্ধেবেলায় তাঁর সঙ্গে কথা বলতে ওই সেখানে যান যাদবপুর থানার তদন্তকারী অফিসাররা। অভিযোগকারিণীর দাবি, পুলিশ আসার পরই তাঁকে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেন বাড়ির মালিক। তিনি সাফ জানিয়ে দেন, থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। পিজিতে পুলিশ এসেছে। তাই নিগৃহীতা ‘ভদ্রপাড়া’য় থাকার অধিকার হারিয়েছেন। তিনি আর ওই পিজিতে থাকতে পারবেন না। ওই ছাত্রীটি জানিয়েছেন, ‘আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, যে একজন যুবক বিনা অনুমতিতে গায়ে হাতে দিয়েছে, চুপ করা থাকা সম্ভব ছিল না। কিন্তু, উনি কোনও কথাই শুনতে রাজি হননি।’   তাঁর আক্ষেপ, ‘পাঁচ মাস ধরে এই পিজিতে রয়েছি। অন্য আবাসিক বা বাড়ির মালিকের সঙ্গে কখনই কোনও গণ্ডগোল হয়নি। কিন্তু, বিপদের দিনে কেউ আমাকে সাহায্য করল না!’ আপাতত এ শহরেই এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন নিগৃহীতা। তিনি জানিয়েছেন, অন্য কোনও বাড়িতে পেয়িং গেস্ট থাকার ব্যবস্থা হলেই, সেখানে চলে যাবেন।

[গরমে স্বস্তি দিতে আসছে কালবৈশাখী, পূর্বাভাস হাওয়া অফিসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement