Advertisement
Advertisement

Breaking News

J P Nadda

লোকসভার কৌশল সাজাতে রাজ্যে একাধিক কর্মসূচি নাড্ডার, পুজো দেবেন দক্ষিণেশ্বরেও

১৩ আগস্ট দিল্লি ফিরবেন নাড্ডা।

J P Nadda will visit kolkata on 11 th august | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 10, 2023 10:29 am
  • Updated:August 10, 2023 10:29 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সামনেই লোকসভা ভোট। ভিতরে ভিতরে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে কলকাতা সফরে আসছেন জে পি নাড্ডা। পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতী রাজ সম্মেলন উপলক্ষে শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ২ দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

বিজেপি সূত্রে খবর, আগামিকাল রাতে কলকাতা পৌঁছবেন জেপি নাড্ডা। বাগনানে একটি হোটেলে হবে সম্মেলন। শনিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। রবিবারও রয়েছে একাধিক কর্মসূচি।

Advertisement

[আরও পড়ুন: ভ্যানের চাকায় দু’টুকরো শিশু, দেহাংশ কুড়িয়ে হাসপাতালে গিয়েও হল না শেষরক্ষা, ৪৫ মিনিট পর মৃত্যু]

রবিবার জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে সংযুক্ত মোর্চার সম্মেলন রয়েছে। সেখানেও নড্ডার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক করার পাশাপাশি সাংসদ-বিধায়কের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও দক্ষিনেশ্বর মন্দির যাওয়ার কথা রয়েছে নাড্ডার। যাবেন দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িতেও। ১৩ তারিখ বিকেলে দিল্লি ফিরে যাবেন নাড্ডা। সামনের বছর লোকসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করেই কি ফের বঙ্গসফর শুরু করছেন কেন্দ্রীয় বিজেপি নেতা জে পি নাড্ডা? প্রশ্ন ওয়াকিবহল মহলের। 

[আরও পড়ুন: কেন নদীতে ভাসানো হল হাতির দেহাংশ? এখনও ধোঁয়াশায় বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement