স্টাফ রিপোর্টার, বিধাননগর: সহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে সহবাস, ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হল তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে৷ তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারের ভাইকেও৷ ধৃত দু’জনেই ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা৷ বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷
[দু’টো স্কুলের খরচ জোগান শহরের এই ট্যাক্সিচালক]
ধৃত আইটি কর্তার নাম অজিত সিং৷ অজিত রাজারহাটের একটি আইটি সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের ম্যানেজার৷ তার ভাইয়ের নাম অমরজিৎ সিং৷ অভিযোগকারী তরুণী ওই নামী তথ্যপ্রযুক্তি সংস্থাতেই চাকরি করতেন৷ ২৮ বছরের ওই তরুণীর বাড়ি নিউ বারাকপুর থানা এলাকায়৷ অজিত ও অমরজিতের আচরণে অতিষ্ঠ হয়েই কয়েকদিন আগে চাকরি ছাড়তে কার্যত তিনি বাধ্য হন বলে জানা গিয়েছে৷ অভিযোগ, বছর তিনেক ধরে তরুণীর সঙ্গে সহবাস করত বছর তিরিশের অজিত৷ দিনের পর দিন তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণও করা হয়৷ অশ্লীল ইঙ্গিত করত অমরজিৎও৷
[মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়]
সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দেন অজিতকে৷ এর পরই ব্ল্যাকমেলিং শুরু করে অজিত৷ ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি দেখিয়ে ভয় দেখানো শুরু করে সে৷ চলে ব্ল্যাকমেলিং৷ উল্টে তরুণীকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি দাবি করতে থাকে৷ গতকালই নিউটাউন থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন তরুণী৷ এর পরেই রাতে নিউটাউনের ভাড়াবাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷ শুক্রবার ধৃত দু’জনকে বারাসত আদালতে তোলা হয়েছে৷ অজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় ধারা যুক্ত করা হচ্ছে বলে সূত্রে খবর৷
[দেশাত্মবোধক দৃশ্য বাদ দিলে পাকিস্তানে মুক্তি পাবে না ‘দঙ্গল’: আমির]
আগেও একইভাবে তারা কোনও মহিলাকে উত্যক্ত করেছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে৷ জামশেদপুর পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে নিউটাউন থানার পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.