সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার মাদার হাউসে হামলার ছক ছিল আইএস জঙ্গি আবু মুসার৷ মার্কিন, রুশ ও ব্রিটিশ নাগরিকদের হত্যার জন্য মুসার সফট টার্গেট ছিল মাদার হাউস, জানতে পেরেছেন এনআইএ-র গোয়েন্দারা৷ এনআইএ হেফাজতে থাকাকালীনই জেরায় মুসা স্বীকার করে, মাদার হাউসে হামলার ছক কষেছিল তারা। সেইমতো রেইকিও করা হয়েছিল।
গুলশন হত্যাকাণ্ডের ছকেই এই হামলার পরিকল্পনা করা হয়। মুসার বিরুদ্ধে চার্জশিটে এই হামলার পরিকল্পনার কথা উল্লেখ করেছে এনআইএ৷ সম্প্রতি মুসাকে জেরা করতে কলকাতায় এসছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন নাগরিকদের প্রতি মুসার আক্রোশের বার্তা অনলাইনে ফাঁস হওয়ার পরই মুসাকে জেরা করার পরিকল্পনা করে এফবিআই। এফবিআই যেমন মুসাকে জেরা করে, তেমনি আরও কয়েক প্রস্থ জেরা করে এনআইএ। বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দলও তাকে জেরা করেছে৷
সম্প্রতি মুসাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। চার্জশিটও জমা দেওয়া হয়েছে৷ এনআইএ-র চার্জশিটে মাদার হাউসে হামলার ছকের কথাও উল্লেখ করা হয়েছে। গত জুলাই মাসে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় মুসাকে। সিআইডি জালে ধরা পড়ার পর দফায় দফায় জেরা চলছে এই সন্দেহভাজন আইএস জঙ্গির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.