নিরুফা খাতুন: কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের গাড়িচালককে মারধরের মামলা। থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বৃহস্পতিবার নওশাদকে নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে জয়নগর থেকে ফেরার পথে বাইপাসের কালিকাপুরে অভিষিক্তা আবাসনের কাছে নওশাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হাই কোর্টের রেজিস্ট্রারের গাড়ি। অভিযোগ, রেজিস্ট্রারের চালক প্রতিবাদ করলে বিধায়কের চালক তাঁকে চড় মারেন ও দুর্ব্যবহার করেন। ঘটনার সময় বিধায়ক ও তাঁর দেহরক্ষী গাড়িতে ছিলেন। গড়ফা থানায় নওশাদ-সহ তিনজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
এব্যাপারে আইএসএফ বিধায়ককে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পুলিশ সূত্রে খবর, নওশাদের গাড়িটি বেপরোয়াভাবে এসে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে সজোরে ধাক্কা মারে। বিধায়কের উপস্থিতিতে তাঁর চালক রেজিস্ট্রারের গালে চড় মেরেছে বলে অভিযোগ। তাই চালকের পাশাপাশি বিধায়ক ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়ে আইএসএফ বিধায়ককে থানায় ডাকা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.