Advertisement
Advertisement

Breaking News

ISF MLA Nawsad Siddiqui

উসকানির প্রমাণ পায়নি আদালত, ৪০ দিন পর জামিন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির

পুলিশকে খুনের উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিধায়ক।

ISF MLA Nawsad Siddique gets bail after 40 days | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 2, 2023 12:44 pm
  • Updated:March 2, 2023 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ দিন পর অবশেষে জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনানি চলছিল তাঁর জামিনের আবেদনের। বুধবারই শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিল রাজ্য। বৃহস্পতিবার সেই বিচারপতিই আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করলেন। এদিন আদালত রাজ্য জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”

জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় যাতে ১৫ দিন নওশাদকে ঢুকতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানায় রাজ্য। সেই আবেদনও খারিজ করল আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডায়রি থেকে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নির্দেশ, নওশাদকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে তাঁকে। এদিন মোট ৬৫ জন মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। কোনও শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

Advertisement

[আরও পড়ুন: চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ ‘অযোগ্য’ শিক্ষক, সুপারিশপত্র প্রত্যাহার SSC’র]

এদিন রাজ্যের কাছে বিচারপতি জানতে চান, ছবি ভিডিও দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। নিউ মার্কেট থানার অভিযোগের প্রেক্ষিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। কী প্রমাণ রয়েছে, তা জানতে চান বিচারপতি। রাজ্য় কিছু ছবি দেখায়। তারপরই বিচারপতির প্রশ্ন, “এটা কি ছবি ? মঞ্চে দাঁড়িয়ে আছে ! এটা দিয়ে কি প্রমাণ হবে? কিছুই না।” তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

[আরও পড়ুন: রাজ্যে আরও ৩ খুদের মৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছুঁইছুঁই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement