Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

২১ জুলাইয়ের সভাস্থলেই কর্মসূচি করতে চায় ISF, অনুমতি চেয়ে হাই কোর্টে নওশাদের দল

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।

ISF appeals Calcutta HC to get persmission to hold meeting infront of Victoria House, Esplanade

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকির

Published by: Sucheta Sengupta
  • Posted:January 16, 2024 11:58 am
  • Updated:January 16, 2024 12:07 pm  

গোবিন্দ রায়: আগামী ২১ জানুয়ারি আইএসএফের (ISF) প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের (TMC) শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।

একুশের ভোটের (Assembly Election 2021) আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তৈরি আইএসএফ। এবার ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে প্রতিষ্ঠা দিবসের উদযাপনে  সভা করতে চেয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ তা খারিজ করে। পুলিশের তরফে কারণ হিসেবে লিখিতভাবে জানানো হয়, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিশ আইএসএফের সভার অনুমতি দেয়নি।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

মঙ্গলবার সেই অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানায় আইএসফ। বিচারপতি প্রশ্ন তোলেন, ওই জায়গায় কি কোনও সভা হয়? মামলাকারীর আইনজীবী, প্রতি বছর ২১ জুলাই তৃণমূল (TMC) এই ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করে। সম্প্রতি বিজেপিও সেখানে সভা করেছে। তাহলে আইএসএফের সভার অনুমতি কেন মিলছে না? বিচারপতি জয় সেনগুপ্ত বুধবার ফের মামলার শুনানি হবে। তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মত, রাজনৈতিক উদ্দেশেই তাঁদের ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আদালতের দ্বারস্থ হয়েছে তাঁর দল।

[আরও পড়ুন: কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা, নতুন নির্দেশিকা জারি ডিজিসিএ-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement