সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা…। ফিরহাদ হাকিম কি অভিমানী? তাঁর কন্ঠ কি রুদ্ধ করে দেওয়া হল? দলের অন্দরে কি তিনি কোণঠাসা? কলকাতার মেয়রের মুখে রবীন্দ্রনাথের কবিতা শুনে অনেকের মনেই প্রশ্ন জাগছে। শুক্রবার কালীঘাটে দলনেত্রীর বৈঠকের পর ‘ববি’কে কেমন যেন অভিমানী শোনাচ্ছে।
আসলে শনিবার কলকাতা পুরসভার (KMC) ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মুখে কবিতা শোনা গিয়েছে। সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ জবাব দিয়েছেন, ‘অনলি কর্পোরেশন!’ অর্থাৎ তিনি শুধু পুরসভা সম্পর্কিত প্রশ্নের জবাব দেবেন। আর কোনও প্রশ্নের জবাব দেবেন না।
কেন? দলের প্রথম সারির নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, আবার কলকাতার মহানাগরিক, তিনি দল বা আর পাঁচটা সাধারণ ইস্যুতে মুখ কেন খুলছেন না? তাহলে কি দল তাঁকে মুখ বন্ধ রাখতে বলেছে? প্রশ্ন উঠতেই রহস্যময় ভঙ্গিতে কবিতা আওড়েছেন ফিরহাদ। কলকাতার মেয়রকে বলতে শোনা গিয়েছে, “কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা…।” পরে অবশ্য নিজের বক্তব্যের সাফাইয়ের সুরে তিনি বলেন, ‘দলের একটা শৃঙ্খলা আছে। আর মিডিয়ায় অন্যান্য বিষয় বলার জন্য মুখপাত্ররা আছেন। আমরা কেন বলব?’
তৃণমূল সূত্রের খবর, ফিরহাদকে শুক্রবারের বৈঠকে সত্যি সত্যিই সতর্ক করেছেন দলনেত্রী। সম্প্রতি ডিএ (DA) আন্দোলন থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির মতো ইস্যুতে বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন ফিরহাদ। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ভাল চোখে দেখছেন না। সূত্রের খবর, শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে নাকি দলনেত্রী তাঁকে বলে দিয়েছেন, শুধুমাত্র কলকাতা পুরসভা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনও বিষয়ে তিনি যেন মুখ না খোলেন। রাজনৈতিক মহলের ধারণা, দলনেত্রীর ধমক খেয়েই অভিমান হয়েছে ‘ববি’র। সেকারণেই সম্ভবত কবিতা আওড়াচ্ছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.