রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নাম না করে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি তথা বসু পরিবারের অন্যতম সদস্য চন্দ্র বসু৷ বুধবার টুইট সরাসরি বিজেপির গঠনতন্ত্র নিয়ে মুখ খোলেন চন্দ্রবাবু৷
রাজ্য বিজেপিতে মনোনীত নয়, নির্বাচনের মাধ্যমে সভাপতি বেছে নেওয়া উচিত বলে বলে টুইট করেন চন্দ্র বসু৷ চন্দ্র বসুর এই টুইটকে ঘিরে আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য বিজেপির অন্দরে৷ বিষয়টি নজরে গিয়েছে কেন্দ্ৰীয় নেতৃত্বেরও৷ এদিন টুইট প্রসঙ্গে চন্দ্র বসু নিজেই সংবাদমাধ্যমে বলেন, ‘‘বাংলায় বিজেপির নেতৃত্ব সংকট রয়েছে৷’’ রাজ্য সভাপতি বদল ঘিরে যে জল্পনা চলছে তাতে সংগঠনের ক্ষতি হচ্ছে বলে বক্তব্য করেন তিনি৷ এদিন সরাসরি চন্দ্র বসু বলেন, ‘‘দিলিপবাবু বলেছেন, তিনি ডিসেম্বর পর্যন্ত সফলভাবে সভাপতির মেয়াদ শেষ করবেন। দলের আর একটা অংশ বলছে, অন্য কেউ সভাপতি হবেন৷ এই জল্পনা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একটা স্পষ্ট বার্তা দেওয়া উচিত৷ কর্মীরা আমাকে ফোন করেও বিষয়টা জানতে চাইছেন৷ নেতৃত্বে কে আছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে৷’’
সভাপতি বদল নিয়ে চলতে থাকা বিতর্কের রাশ নাটতে অমিত শাহকে তিনি চিঠি দিয়েছেন বলেও দাবি জানান চন্দ্র বসু৷ পার্টির গঠনতন্ত্র নিয়ে দলের রাজ্য সহ সভাপতি চন্দ্র বসুর এই টুইটকে ভাল চোখে অবশ্য দেখছে না শীর্ষ নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘বিজেপি গণতান্ত্রিক পার্টি৷ সকলের বলার অধিকার আছে। কিন্তু কোন কথা কোথায় বলা উচিত সেটা ভাবতে হবে৷ উনি যা বলছেন তা পার্টির বাইরে বলার বিষয় নয়৷ দলের একটা ডিসিপ্লিন আছে৷’’
পঞ্চায়েত নির্বাচন পর থেকে দিলীপের সভাপতির পদ নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে৷ দলের অন্দরে বিকল্প নামের প্রস্তাব উঠতে থাকে৷ সভাপতি পদের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দিল্লির নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে শুরু করেন বাংলার ছোট-বড় নেতারা৷ পরে নিজেই সাংবাদিক বৈঠক ডেকে সব জল্পনার অবসান ঘটান দিলীপ৷ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনিই সভাপতি থাকবেন বলেও মন্তব্য করেন৷ দিলীপকে নিয়ে যখন বিজেপির অন্দরে ধীরে ধীরে কানাঘুষো শোনা যাচ্ছে, ঠিক তখনই সহ সভাপতি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি হয়েছে৷ চন্দ্র বসুর টুইট দেখার পর রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা, নাম না করে দিলীপের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অমিত শাহকে চিঠি পাঠিয়ে পরবর্তী সভাপতি পদের জন্য নিজেই নাম নিজের নাম সুপারিশ করলেন চন্দ্র বসু?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.