Advertisement
Advertisement

Breaking News

Damayanti Sen

কলকাতা পুলিশ থেকে সরলেন দময়ন্তী সেন! পাঠানো হল রাজ্য পুলিশের ট্রেনিং বিভাগে

সম্প্রতি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন তিনি।

IPS Damayanti Sen Transferred to WB Police ADG training from Kolkata police | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 6, 2023 8:41 pm
  • Updated:June 6, 2023 8:55 pm  

স্টাফ রিপোর্টার: কলকাতা পুলিশের শীর্ষ স্তর থেকে ফের বদলি করে দেওয়া হলে দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। কলকাতার পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (২) থেকে তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং বিভাগে। অর্থাৎ কলকাতা পুলিশের (Kolkata Police) শীর্ষ পদ থেকে এবার রাজ্য পুলিশের ট্রেনিং বিভাগে বদলি করে দেওয়া হল দময়ন্তীকে।

756 IPS CELL

Advertisement

দময়ন্তী সেন রাজ্যের সবচেয়ে চর্চিত পুলিশ আধিকারিকদের মধ্যে অন্যতম। রোজভ্যালি-সহ একাধিক চিট ফান্ড কেলেঙ্কারি প্রকাশ্য আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী সেন (Damayanti Sen)। সেসময় রোজভ্যালি সংস্থা সম্পর্কে বেশ কিছু অভিযোগ তাঁর কাছে জমা পড়ে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেসব অভিযোগের তদন্ত করেন তিনি। এরপর নিজেই আর্থিক প্রতারণা নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তার রিপোর্ট জানিয়ে চিঠি লেখেন। তাঁর চিঠিকে গুরুত্ব দিয়েই রোজভ্যালি বেআইনিভাবে বাজার থেকে টাকা সংগ্রহ করছে, তা বুঝতে পেরে সংস্থাটির উপর নিষেধাজ্ঞা জারি করে সেবি।

[আরও পড়ুন: ৭.২ শতাংশ নয়, ভারতের GDP বৃদ্ধির হার ৪ শতাংশেরও কম! কেন্দ্রের দাবি খণ্ডন স্বামীর]

পরবর্তী সময়ে কলকাতার পুলিশের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে রাজ্য পুলিশে বদলি হয়ে যান অন্যতম দুঁদে অফিসার দময়ন্তী সেন। ২০১৯ সালে ফের কলকাতা পুলিশের শীর্ষস্তরে ফেরানো হয় দময়ন্তীকে। এবারে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (২) পদে আনা হয় দুঁদে পুলিশকর্তাকে। তারপর থেকে ফের চর্চায় চলে আসেন তিনি। সাম্প্রতিক কালে আদালতের নির্দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার গিয়েছে দময়ন্তীর কাছে।

[আরও পড়ুন: ভাগ্নে ক্রিকেট বল হাতে নেওয়ার ‘শাস্তি’, দলিত মামার আঙুল কাটল গ্রামবাসীরা!]

কালিয়াগঞ্জ নাবালিকার মৃত্যু, মাটিয়া ধর্ষণ, দেগঙ্গা ধর্ষণের মতো বহু মামলার সিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তাঁকে নিয়োগ করেছে হাই কোর্ট। এরই মধ্যে ফের বদলি করে দেওয়া হল দময়ন্তীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement