Advertisement
Advertisement

Breaking News

দময়ন্তী সেন

‘ব্যাক ইন অ্যাকশন’, কলকাতা পুলিশের বড় পদে ফিরলেন দময়ন্তী সেন

বছর পাঁচেক পরে তাঁকে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।

IPS Damayanti Sen back in Kolkata Police after 7 years
Published by: Subhamay Mandal
  • Posted:September 10, 2019 9:20 am
  • Updated:September 10, 2019 9:20 am  

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ফের কলকাতা পুলিশে ফিরলেন আইপিএস দময়ন্তী সেন। তাঁকে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল–৩ করা হয়েছে। এই দায়িত্বে ছিলেন সুপ্রতিম সরকার। সোমবার রাজ্যের আইপিএসের উচ্চস্তরে কিছু বদল হয়েছে। অসমে এনআরসি ইস্যুতে বাংলা–অসম সীমান্ত জেলায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি (সিআইএফ) সিদ্ধিনাথ গুপ্তাকে। বর্তমান প্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এছাড়াও, রাজ্য পুলিশের নবগঠিত এসটিএফ বা স্পেশ্যাল টাস্ক ফোর্সের নতুন আইজি হলেন দার্জিলিংয়ের আইজিপি অজয়কুমার নন্দা। ডিআইজি, এসটিএফ হয়েছেন ডিআইজি (অপারেশনস) নিশাদ পারভেজ। এসটিএফের নতুন পুলিশ সুপার হয়েছেন সুনীলকুমার যাদব। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদের নওদায় পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল নেতা]

এদিনের রদবদলে দময়ন্তী সেনের কলকাতা পুলিশে ফিরে আসা উল্লেখযোগ্য। বছর পাঁচেক পরে তাঁকে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। আগে কলকাতার গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। এখন তিনি আইজিপি’র (অ্যাডমিনিস্ট্রেশন) দায়িত্ব রয়েছেন। অন্যদিকে, অশোককুমার প্রসাদ কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল-৪ থেকে দার্জিলিংয়ের আইজিপি হয়েছেন। পি জাভালগি অবশ্য আইবির স্পেশ্যাল সুপারের পদেই বহাল থাকছেন।

অন্যদিকে, সিদ্ধিনাথ গুপ্তা এডিজির (সিআইএফ) পাশাপাশি আন্তর্জাতিক নেপাল, ভুটান সীমান্তে নজরদারির কাজ দেখবেন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় অসম সীমানায়ও নজরদারির দায়িত্বে থাকবেন। এ ব্যাপারে সিদ্ধিনাথ গুপ্তা ডিজি ও আইজিপিকে রিপোর্ট করবেন। পাহাড়ের গোলমালের সময়ও দার্জিলিংয়ে আইনশৃঙ্খলার বড় দায়িত্ব পালন করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement