অর্ণব আইচ: লগ্নির নামে কোটি টাকার প্রতারণা! অভিযোগ পেয়ে দত্তপুকুর থানার নন্দনপল্লি থেকে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার সেল। ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেনের তথ্য পেয়েই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাজদীপ সিনহা। তিনি দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা। গতবছর হামিদ আনসারি নামের এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। অভিযুক্ত ব্যক্তি তাঁকে একটি গ্রুপে যুক্ত করেন। অভিযুক্ত সেখানে আরবিআইয়ের কিছু ভুয়ো নথি দেখিয়ে হামিদকে মোট প্রায় ১ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার টাকা দিতে প্ররোচিত করে। এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। সেখানে তদন্তকারীরা জানতে পারেন, প্রতারিত ব্যক্তি একবার ১৪ লক্ষ ৩২ হাজার টাকা মুম্বইয়ের একটি ইউকো ব্যাঙ্কে ট্রান্সফার করেন।
তারপর সেই অর্থ কলকাতার আরবিএলের ব্যাঙ্কের এক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এই আরবিএলের অ্যাকাউন্ট রাজদীপ সিনহার নামে নথিভুক্ত। শুধু ১৪ লক্ষ ৩২ হাজার টাকা নয়, আলাদা করে ৬৫লক্ষ ৩০ হাজার টাকাও এই একই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ১৩ বার ধাপে ধাপে ইউকো ব্যাঙ্ক থেকে এই টাকা পাঠানো হয়েছে অভিযুক্তের অ্যাকাউন্টে। সব তথ্য পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.