Advertisement
Advertisement

Breaking News

Jadavpur Engineering

আন্দোলনের আঁতুড়ঘর যাদবপুরের ১০ জনকে কোটি টাকা চাকরির প্রস্তাব গুগল, আমাজনের

নজরকাড়া সাফল্যের কেন্দ্রে নদিয়ার ছাত্র দেবর্ষি মৈত্র।

International companies offer jobs worth of Crores to JU Engineering students | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 28, 2022 9:37 pm
  • Updated:May 29, 2022 3:10 pm  

দীপঙ্কর মণ্ডল: ছাত্র আন্দোলনের সূতিকাগার বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কোটি কোটি টাকার চাকরির অফার দিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ১০ জন পড়ুয়া পেলেন বার্ষিক এক কোটি টাকার অফার। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ছাত্র দেবর্ষি মৈত্রকে গুগলের লন্ডনে অফিস ১ কোটি ৪০ লক্ষ টাকার চাকরির অফার দিয়েছে। 

নদিয়া জেলার প্রত্যন্ত গ্রামের দেবর্ষি আগামী সেপ্টেম্বর মাসে লন্ডন (London) পাড়ি দেবেন। বিভিন্ন ইস্যুতে ছাত্র আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন দেবর্ষি। ২০১৯-এ ‘হোক ইউনিয়ন’-এর দাবিতে উত্তাল হয়েছিল যাদবপুর ক্যাম্পাস। যার রেশ ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে। সক্রিয় আন্দোলনের কর্মী হিসেবে সামনের সারিতে থাকা দেবর্ষি জানিয়েছেন, “আমি কখনও রাজনীতি করিনি। ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলনে অংশ নিয়েছি। হোক ইউনিয়ন আন্দোলন জরুরি ছিল। আমি মনে করি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন থাকা উচিত।” প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছাত্রর স্বপ্নের উড়ানে শরিক হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, “আমি অভিভূত। ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাদের আরও কাজ করার অনুপ্রেরণা দেয়।” শুধু গুগল নয়, আমাজন ডাবলিন থেকেও ভারতীয় মুদ্রায় কোটি টাকার উপর চাকরির অফার এসেছিল দেবর্ষির কাছে।

Advertisement
যাদবপুরের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র দেবর্ষি

একইভাবে কোটি টাকা চাকরির অফার পেয়েছেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের আরও আটজন পড়ুয়া। এত আন্দোলন, ধরনা, অবস্থান, ঘেরাও এবং তারপরেও মেধার এত বিচ্ছুরণ কীভাবে সম্ভব? দেবর্ষি জানালেন, “প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত পরিবেশ খুব দরকার। স্বাধীনভাবে আমরা চিন্তা করার সুযোগ পেয়েছি। যাদবপুর আমাকে সেই সুযোগ দিয়েছে। কোন জায়গায় কার জন্ম, সেটা বড় কথা নয়। বড় কথা স্বাধীনভাবে চিন্তা করা। তাই কলেজের পরিবেশ ভবিষ্যতের জন্য খুব জরুরি।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জানিয়েছেন, দশজন ছাত্র বিদেশ থেকে চাকরির অফার পেয়েছেন। দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকেও এসেছে অফার। কোভিডেরর কারণে অনলাইনে চলছিল প্লেসমেন্ট ব্যবস্থা। এপ্রিল মাস থেকে বিভিন্ন কর্পোরেট সংস্থা সরাসরি যাদবপুরে এসে প্লেসমেন্ট অংশ নিচ্ছে। অ্যামাজন, ডাবলিন থেকে বার্ষিক এক কোটি দশ লক্ষ টাকার বেতনের অফার পেয়েছেন সত্যম কুমার। অরিত্র সামন্তকে ৬৪.২ লক্ষ টাকা অফার দিয়েছে অ্যাপল ইন্ডিয়া।

[আরও পড়ুন:  অনুমতি মিলল প্রশাসনের, দ্রুত খুলে যেতে পারে দেশের সর্ববৃহৎ ‘স্বর্ণভাণ্ডার’, রাতারাতি কমবে সোনার দাম]

বস্তুত এত আন্দোলন, উপাচার্য নিখোঁজের পোস্টার সত্ত্বেও চলতি বছরের ‘নেচার ইনডেক্স র‍্যাংকিং’য়ে বেশ কয়েকটি বিষয়ে ভারত সেরার শিরোপা পেয়েছে যাদবপুর। তালিকাটি তৈরি হয়েছে বিশ্বের ৮২ টি প্রথম সারির বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে। ভৌতবিজ্ঞান বিভাগে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার সম্মান পেয়েছে যাদবপুর। রসায়নে দেশের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির নিরিখেও এসেছে প্রথম পুরস্কার। একই পুরস্কার অর্থাৎ প্রথম স্থান এসেছে ভূ-পরিবেশ বিষয়ের ক্ষেত্রেও। অন্যদিকে ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং’-এর তালিকাতেও উজ্জ্বল স্থান পেয়েছে যাদবপুর। বিশ্বের দু’হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তালিকায় আছে ৬৭ টি ভারতীয় বিশ্ববিদ্যালয়। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় এবং গোটা দেশের সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১৯ তম স্থানে আছে যাদবপুর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও চিঠি দিয়ে যাদবপুরকে ‘হাই পারফর্মিং ইউনিট’ ঘোষণা করেছে।

[আরও পড়ুন: ‘কেউ কেউ তল্পিবাহকের মতো কাজ করছেন’, বিচারব্যবস্থার দিকে আঙুল তুললেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement