সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের নাম বদল প্রস্তাব ফের খারিজ হয়ে গিয়েছে৷ তাতে আমবঙ্গবাসীর পাশাপাশি আশাহত এখানকার রাজনীতিক, বিশিষ্টজনরা৷ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ – সকলেই এব্যাপারে একই সুরে কথা বলছেন৷ তারই মধ্যে আবার নামকরণনিয়েও ফারাক দেখা দিচ্ছে৷
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথায়, ‘আমি হতাশ। বাংলা নাম হলে আমার পূর্ণ সমর্থন ছিল।’ ভাষাবিদ পবিত্র সরকার বলছেন, ‘নামটা বঙ্গ হলে বেশি ভাল হত। বাংলা নামটি আমার পছন্দ নয়। কারণ,শব্দের ক্ষেত্রে বাংলা আর বাংলাদেশ কাছাকাছি।’ বাম পরিষদীয় নেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘বাম আমলেও রাজ্যের নাম বাংলা প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তখনও তা খারিজ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ওবিধানসভায় প্রস্তাব আনেন। তবে এ নিয়ে আর তর্ক-বিতর্ক চাই না।’ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের কথায়, ‘কেন্দ্রেরএই সিদ্ধান্ত রাজ্যের কোনও রাজনৈতিক দল নয়, রাজ্যের মানুষের প্রতি বিরূপ মনোভাব থেকেই। আসলে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের চক্ষুশূল। এর আগেও তাই ছিল। যেখানে অন্যান্য রাজ্যের নাম পরিবর্তনে কোনও গড়িমসি ছিল না। সেখানে বাংলার ক্ষেত্রে এমন দ্বিচারিতা কেন?’
২০১৭ সাল থেকে রাজ্যের নাম বদলের জন্য কেন্দ্রের কাছে দরবার করে আসছে রাজ্য সরকার৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, কোনও রাজ্যের নাম বদলাতে হলে সংবিধানে সংশোধনী আনতে হয়। রাজ্যসভায় বিল পেশ করতে হয়। যা করা হয়নি। তাই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। রাজ্যসভার এই অধিবেশনে যে বিলগুলি আনার তালিকা দেওয়া হয়েছে, তাতেও নেই রাজ্যের নাম বদলের প্রস্তাবের নাম। সুতরাং, আপাতত রাজ্যের নাম বদলের কোনও সম্ভাবনা নেই।
সবমিলিয়ে রাজ্যের নাম বদলের বিষয়টি ফের ধাক্কা খাওয়ার বিষয়টি কেউই ভালভাবে মেনে নিতে পারছেন না৷ যদিও হাল ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ফের কেন্দ্রের কাছে নামবদলের প্রস্তাব পাঠাচ্ছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.