Advertisement
Advertisement
Jagdeep Dhankhar Mamata Banerjee

‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে পঙ্গু হতে দেওয়া যাবে না’, ফের রাজ্য সরকারকে তোপ ধনকড়ের

টুইটের জেরে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সম্পর্ক আরও খারাপ হল।

Institutions cannot be allowed to be crippled, tweeted WB GUV Jagdeep Dhankhar ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 4, 2020 2:29 pm
  • Updated:October 4, 2020 2:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই জোরাল হচ্ছে রাজভবন-নবান্ন সংঘাত। সাম্প্রতিককালে টুইট যুদ্ধ কিংবা পত্রবোমা চালাচালি যেন বেড়েছে কয়েকগুণ। রবিবারও বজায় রইল সেই ধারা। ফের মুখ্যমন্ত্রীকে টুইটে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। গণতন্ত্র ভূলুন্ঠিত হচ্ছে বলেই অভিযোগ করলেন তিনি।

এদিন টুইটে ধনকড় লেখেন, রাজ্যে মানবাধিকারের টুঁটি চেপে ধরা হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকেও পঙ্গু হতে দেওয়া যাবে না বলেও টুইটে তোপ দাগেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে ধন্দ]

সাম্প্রতিককালে টুইটে একাধিকবার রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের প্রশাসনিক স্তরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকী রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে সুর চড়িয়েছেন ধনকড়। যদিও তার পালটা জবাবি চিঠিও রাজভবনে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঠিকভাবে রাজ্যপাল তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না বলেই চিঠিতে অভিযোগ করেছেন তিনি। ওই চিঠি হাতে পাওয়ার পরই সাংবাদিক বৈঠকও করেন রাজ্যপাল। সেদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক দায়িত্ব পালন না করার অভিযোগে সরব হন তিনি। এমনকী তাঁকে তাঁর দায়িত্বের পাঠ দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যপাল। এছাড়া চাঁচাছোলা ভাষায় রাজ্য পুলিশের ডিজিকেও আক্রমণ করেন জগদীপ ধনকড়। তবে তারপরেও থামেননি তিনি। একাধিকবার টুইটে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল।

দায়িত্ব পাওয়ার পর থেকে রাজ্যের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন রাজ্যপাল। কখনও প্রশাসনিক ক্ষেত্র আবার কখনও শিক্ষাক্ষেত্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাতের উদাহরণ রয়েছে ভুরিভুরি। এদিনের টুইট খোঁচায় দু’পক্ষের সম্পর্ক যে আরও খারাপ হল সে বিষয়ে কোনও সংশয় নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘আপনার ভুলে যাওয়ার রোগ হয়েছে’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ অগ্নিমিত্রার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement