সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূর্তি ভাঙচুরের পর এবার নামের ফলকেও কালি লেপে দেওয়া হল! এ শহরে ফের আক্রান্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি। তৃণমূল জমানায় কলকাতা এই ঐতিহ্যবাদী এই কলেজটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি লেপে দেওয়া হল। সোমবার সকালে ঘটনাটি নজরে আসতেই পুলিশ খবর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তীব্র নিন্দা করেছেন উপাচার্য অনুরাধা লোহিয়া। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
[ত্রিপুরা কাণ্ডের জের, টালিগঞ্জে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি]
শুরু হয়েছিল ত্রিপুরায় আগরতলায়। সেই ঘটনার আঁচ পৌঁছেছে কলকাতায়ও। গত ৭ মার্চ সাতসকালে কেওড়াতলা মহাশশ্মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে ভাঙচুর চালান ছয় তরুণী ও এক তরুণী। মূর্তিতে কালিও লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি নজরে আসতে ছুটে আসেন পথচলতি মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি করেছিলেন ওই তরুণ-তরুণীরা। একটি সূত্র থেকে জানা গিয়েছিল, ধৃতেরা নকশালপন্থী সংগঠন রাডিক্যালে সদস্যরা। পরের দিন আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটি দুধ দিয়ে শোধন করতে গিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি-তৃণমূল সংঘর্ষে তুলকালাম কাণ্ড ঘটেছিল কেওড়াতলায়। আর এবার প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় চত্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকেও কালি পড়ল!
[শ্যামাপ্রসাদের মূর্তি শোধন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার কেওড়াতলায়]
কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন একাল ও সেকালের বহু দিকপাল ব্যক্তিত্ব। এই কলেজেরই প্রাক্তনী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও। সম্প্রতি কলেজে দুশো বছর পূর্তি উপলক্ষ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পোর্টিকো কাছে দেওয়ালে বিশিষ্ট প্রাক্তনীদের নাম খোদাই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তালিকার নাম রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে দেখা যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের উপর কেউ বা কারা কালি লেপে দিয়েছে। বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি কালি মুছে দেওয়া হয়। খবর পেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যায় পুলিশও। তবে অভিযুক্তদের এখনও চিহ্নিত করা যায়নি। এদিকে এই বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
[রান্না মডিউলার কিচেনে, পথ দেখাল বাঙুর হাসপাতাল]
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপির জয়ের, দক্ষিণ ত্রিপুরা রীতিমতো বুলডোজার দিয়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলা হয়। ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। কিন্তু, ঘটনা হল, ওই দেশের বিভিন্ন প্রান্তে মণীষীদের মূর্তি ভাঙার হিড়িক পড়ে যায়। সেই ঘটনা প্রভাব পড়েছে এ রাজ্যেও। কলকাতা যেমন শ্যামাপ্রসাদের মূর্তি যেমন ভাঙা হয়েছে, তেমনি জেলার বিভিন্ন প্রান্তে কালি লাগানো হয়েছে জওহরলাল নেহরু, এমনকী, মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতেও।
West Bengal: Black ink smeared on Jana Sangh founder Syama Prasad Mukherjee’s name engraved on a name plate at Presidency University campus in Kolkata pic.twitter.com/m8IQOq73ob
— ANI (@ANI) 19 March 2018
[বয়সকে থোড়াই কেয়ার, শহরে প্রেমের ফুল ফোটাচ্ছেন প্রবীণরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.